জারিনদের সামনে এবার সোনার হাতছানি

মেয়েদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়শিপের আসরে ভারতীয় বক্সারদের দাপট অব্যহত। গতকাল সেমিফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেছিলেন

Must read

নয়াদিল্লি, ২৩ মার্চ : মেয়েদের বক্সিং বিশ্ব চ্যাম্পিয়শিপের আসরে ভারতীয় বক্সারদের দাপট অব্যহত। গতকাল সেমিফাইনালে উঠে পদক জয় নিশ্চিত করেছিলেন। বৃহস্পতিবার নিজের নিজের ইভেন্টের ফাইনালে উঠে সোনা জয়ের স্বপ্ন উস্কে দিলেন নিখাত জারিন, নীতু ঘাঙ্গাস, লভলিনা বড়গোঁহাই এবং সুইটি বোরা।

আরও পড়ুন-বিশ্বভারতীর সমাবর্তনে রাষ্ট্রপতি, রাজ্যপাল, আমন্ত্রিত মুখ্যমন্ত্রীও

গতবারের চ্যাম্পিয়ন জারিন ৫০ কেজি বিভাগের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিলেন কলম্বিয়ান বক্সার ইনগ্রিড ভ্যালেন্সিয়ার। যিনি আবার রিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। রিংয়ে ঝড় তুলে ৫-০ ফলে জয় ছিনিয়ে নেন ২৬ বছর বয়সী জারিন। তাঁর আগ্রাসী পাঞ্চের সামনে অসহায় দেখিয়েছে কলম্বিয়ান বক্সারকে।

আরও পড়ুন-অসুস্থ বিজেপি-কর্মী, পাশে সেই তৃণমূলই

৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে নীতু রিংয়ে নেমেছিলেন কাজাখস্তানের আলা বালকিবেকোভার বিরুদ্ধে। গতবারের রুপোজয়ী কাজাখ বক্সারের বিরুদ্ধে প্রথম রাউন্ডে পিছিয়ে পড়েছিলেন নীতু। কিন্তু দ্বিতীয় রাউন্ডে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসেন। এরপর শেষ দুটো রাউন্ডে বালকিবেকোভাকে উড়িয়ে দিয়ে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়শিপের ফাইনালে ওঠেন নীতু।
অন্যদিকে, ৭৫ কেজি বিভাগের ফাইনালে উঠেছেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী লভলিনা। ৮১ কেজি বিভাগের ফাইনালে উঠেছেন সুইটি

Latest article