বিশ্বভারতীর সমাবর্তনে রাষ্ট্রপতি, রাজ্যপাল, আমন্ত্রিত মুখ্যমন্ত্রীও

একইভাবে প্রোটোকল মেনেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : চুয়ান্নতম সমাবর্তনে শান্তিনিকেতনে আসছেন দেশের রাষ্ট্রপ্রধান ও রাজ্যপাল। সে ব্যাপারে নিশ্চিত হয়েছে বিশ্বভারতী। আম্রকুঞ্জে জহর বেদিতে সমাবর্তনে ২০২২ সালে উত্তীর্ণ পড়ুয়াদের জন্য সপ্তপর্ণী তুলে দেবেন রাষ্ট্রপতি। তাঁর সফর মাথায় রেখে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন-অসুস্থ বিজেপি-কর্মী, পাশে সেই তৃণমূলই

একইভাবে প্রোটোকল মেনেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান বিশ্বভারতীর জনসংযোগ আধিকারিক মহুয়া বন্দ্যোপাধ্যায়। বলেন, ২৮ মার্চ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের পরিদর্শক রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং রেক্টর তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস নিশ্চিতভাবেই আসছেন। প্রোটোকল অনুযায়ী রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সে-ব্যাপারে রাজ্যের তরফে কোনও উত্তর এখনও দেওয়া হয়নি। মন্ত্রী তথা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী মন্ত্রী চন্দ্রনাথ সিংহকে আমন্ত্রণ জানানো হয়েছে কিনা তা জানানো হয়নি। চন্দ্রনাথ জানান, এখনও আমন্ত্রণ পাননি।

আরও পড়ুন-চিরকুট তৈরি হচ্ছে, সব সামনে আসবে : পার্থ

মহুয়া জানান, রাষ্ট্রপতি রথীন্দ্র অতিথিশালায় উঠবেন। প্রশাসনের সঙ্গে নিরাপত্তা নিয়ে একপ্রস্থ বৈঠক হয়েছে। বন দফতর থেকে সমস্ত বিভাগের আধিকারিকের সঙ্গে বিশ্বভারতীর বৈঠক হয়েছে। বিশ্বভারতীতে ইদানীং সাপের উপদ্রব বেড়েছে বা সাপধরিয়ে আনা হয়েছে কিনা, প্রশ্নে মহুয়া বলেন, সাপের উপদ্রব বাড়েনি। রাষ্ট্রপতির সফর ঘিরে নিয়মমাফিক নিরাপত্তায় যা করা হয় তাই হচ্ছে। নতুন কিছু হচ্ছে না।

Latest article