প্রতিবেদন : নিষিদ্ধ সংগঠন নিয়ে শীর্ষ আদালতেরই পুরনো রায় খারিজ করে দিল বিচারপতি এম আর শাহর নেতৃত্বাধীন বেঞ্চ। ২০১১ সালে সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছিল, নিষিদ্ধ সংগঠনের সদস্য হলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে অপরাধী হিসেবে গণ্য করা যায় না। সংশ্লিষ্ট ব্যক্তি যদি কোনও সমাজবিরোধী কাজের সঙ্গে যুক্ত থাকে তবেই তাকে অপরাধী বলা যেতে পারে। ১২ বছর আগে দেওয়া সেই রায় শুক্রবার খারিজ করে দিল সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন-বলতে হবে টাকার উৎস, না হলে দিতে হবে ১৩৭ শতাংশ জরিমানা
এদিন শীর্ষ আদালতের তিন বিচারপতির বেঞ্চ জানিয়েছে, ২০১১ সালের ওই মামলায় ইউএপিএ আইন অনুযায়ী বিচার হলেও কেন্দ্রীয় সরকারের মতামত সে সময় জানা যায়নি। সেজন্য ওই রায় সংশোধন করা হচ্ছে। বিচারপতি এম আর শাহর নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ এদিন জানায়, সংবিধানের ১০-এ ধারা অনুযায়ী নিষিদ্ধ গোষ্ঠী বা সংগঠনের সঙ্গে যুক্ত থাকা ইউএপিএ আইন অনুযায়ী অপরাধ। এদিনের নির্দেশের ফলে নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত থাকলেই সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধী হিসেবে চিহ্নিত হবে এবং তার জন্য উপযুক্ত শাস্তিও পাবে।
আরও পড়ুন-শিয়ালদহে বিপর্যস্ত ট্রেন চলাচল
এদিন রায় ঘোষণা করতে গিয়ে তিন বিচারপতির বেঞ্চ বলে, ২০১১ সালে নির্দেশ জারির সময় তৎকালীন কেন্দ্রীয় সরকার কোনও মতামত জানানোর সুযোগ পায়নি। এমনকী, ওই রায় পুনর্বিবেচনা করার সুযোগও মেলেনি। রাজনৈতিক মহল মনে করছে, সুপ্রিম কোর্টের এই রায়কে হাতিয়ার করে কেন্দ্রের মোদি সরকার আরও স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে। সরকারের বিরোধিতা করলেই কঠোর ইউএপিএ আইন প্রয়োগ করা হবে। সেক্ষেত্রে বিরোধীদেরই নিশানা করবে মোদি সরকার।