ভবিষ্যৎ ক্রেডিট কার্ডে ঋণ দিতে রাজি একাধিক ব্যাঙ্ক

এছাড়া ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের জন্য স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি ক্রেডিট ট্রাস্ট গড়েছে।

Must read

প্রতিবেদন : রাজ্য সরকার ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য ঋণ দিতে রাজি ব্যাঙ্ক। আজ স্টেট লেভেল ব্যাঙ্কার্স কমিটির বৈঠকে ব্যাঙ্কগুলি এই বিষয়ে সম্মতি জানিয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রীর প্রধান আর্থিক উপদেষ্টা অমিত মিত্র। তিনি বলেন, ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য মার্জিন মানি দেবে রাজ্য। তাছাড়াও যাঁরা এই ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নেবেন, সরকারের তরফ থেকে ১৫ শতাংশ ঋণের গ্যারান্টি দেওয়া হবে।

আরও পড়ুন-১২ বছরের পুরনো রায় খারিজ, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে যুক্ত হলেই এবার অপরাধী

এছাড়া ছোট এবং মাঝারি শিল্প উদ্যোগীদের জন্য স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া একটি ক্রেডিট ট্রাস্ট গড়েছে। সেই ট্রাস্ট বাকি ৮৫ শতাংশ ঋণের গ্যারান্টার হবে বলে অমিতবাবু জানিয়েছেন। ফলে সরকারের পক্ষ থেকে ১০০ শতাংশ ঋণের গ্যারান্টার হয়ে গেল। পাশাপাশি রাজ্য সরকার প্রকল্পের ১০ শতাংশ দেবে, অথবা সরকার সর্বোচ্চ ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেবে। ইতিমধ্যে এই খাতে বাজেটে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করেছে। অমিতবাবুর মতে, সব ঠিক থাকলে, এ বছরে ২ লাখ যুবক-যুবতী ব্যবসা শুরু করতে পারবেন।

আরও পড়ুন-বলতে হবে টাকার উৎস, না হলে দিতে হবে ১৩৭ শতাংশ জরিমানা

এই প্রকল্পের জন্য প্রয়োজনীয় পোর্টাল তৈরি হয়ে গিয়েছে। ১ এপ্রিল থেকে এই প্রকল্প শুরু হয়ে যাবে। তাই দুয়ারে সরকার শিবিরে ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের জন্য আবেদনপত্র নেওয়া হবে বলে জানিয়েছেন অমিতবাবু। প্রসঙ্গত, এদিন স্টেট লেবেল ব্যাঙ্কার্স কমিটির বৈঠক ছিল। অমিত মিত্র ছাড়াও এই বৈঠকে ছিলেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, দফতরের অতিরিক্ত মুখ্যসচিব মনোজ পন্থ এবং সব ব্যাঙ্কের প্রতিনিধিরা।

Latest article