আচমকাই টর্নেডোর তাণ্ডব পাঞ্জাবে (tornado in punjab)। শুক্রবার বিকেলে ফাজিলকা জেলার বুকাইনওয়ালা গ্রামের অন্তত ৩ বর্গকিলোমিটার এলাকা জুড়ে রীতিমতো ধ্বংসলীলা চালায় টর্নেডোটি (tornado in punjab)। গ্রামবাসীরা জানিয়েছেন, শুক্রবার বিকেল ৪টে নাগাদ আচমকাই আকাশ কালো করে ধেয়ে আসে টর্নেডো। এই ঝড়ের ধাক্কায় অজস্র বাড়িঘর ভেঙে পড়েছে। গাছ উপড়ে পড়েছে রাস্তায়। তবে প্রাণহানির কোনও খবর নেই। কিন্তু কমপক্ষে ১০ জন জখম হয়েছেন। আহত দু’জনকে ফরিদকোট মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাকিদের পাঠানো হয়েছে আবহার সিভিল হাসপাতালে। ঝড়ের তাণ্ডবে অন্তত ৫০টি বাড়ি ভেঙে পড়েছে। খেতের ফসল নষ্ট হয়েছে, একাধিক ফলের বাগানও তছনছ হয়ে গিয়েছে। গ্রামবাসীদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন ফাজিলকার বিধায়ক নরিন্দরপাল সিং।