গান্ধীজির ডিগ্রি নিয়ে প্রশ্ন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপালের, নিন্দা

খারিজ করলেন গান্ধী-প্রপৌত্র

Must read

প্রতিবেদন : জাতির জনক মহাত্মা গান্ধীর কোনও আইনের ডিগ্রি ছিল না। তাঁর কাছে ছিল শুধুমাত্র হাইস্কুলের ডিপ্লোমা। তবে তা সত্ত্বেও তাঁর আইনি পেশায় আসার যোগ্যতা ছিল। সম্প্রতি এমনই মন্তব্য করলেন জম্মু-কশ্মীরের (Jammu- Kashmir) উপরাজ্যপাল মনোজ সিনহা (Manoj Sinha)। স্বাভাবিকভাবেই তাঁর মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে। উপরাজ্যপালের মন্তব্যের নিন্দা করার পাশাপাশি তাঁর দাবি খারিজ করে দিয়েছেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী।

শিক্ষিত হওয়ার জন্য ডিগ্রি যথেষ্ট নয়। এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে সম্প্রতি মহাত্মা গান্ধীর প্রসঙ্গ তুলে ধরেন জম্মু-কশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। তিনি বলেন, অনেকেই জানেন যে মহাত্মার আইনের ডিগ্রি ছিল। কিন্তু এই তথ্য সঠিক নয়। আর এটা বলার সাহস কারওর নেই। এরপরই তিনি বলেন, তবে আইনের পেশায় আসার যোগ্যতা গান্ধীর ছিল। কিন্তু তাঁর কাছে কোনও আইনের ডিগ্রি ছিল না। শুধুমাত্র ছিল হাইস্কুল ডিপ্লোমা। তবুও তিনি ছিলেন উচ্চশিক্ষিত। জাতির জনককে নিয়ে উপরাজ্যপালের (Manoj Sinha) এই মন্তব্যে স্বাভাবিকভাবেই বিতর্ক তৈরি হয়েছে। মনোজ সিনহার দাবি পুরোপুরি উড়িয়ে দিয়েছেন মহাত্মা গান্ধীর প্রপৌত্র তুষার গান্ধী। তিনি বলেন, জম্মু কাশ্মীরের উপরাজ্যপালের মন্তব্য পুরোপুরি দায়িত্বজ্ঞানহীন। জাতির জনকের ডিগ্রি ছিল তাই নয়, তাঁর কাছে একাধিক বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল। জম্মু–কাশ্মীরের উপরাজ্যপাল তথা প্রাক্তন বিজেপি মন্ত্রী গান্ধীজির অবমাননা করতেই এই মন্তব্য করেন বলে মত অনেকের৷

আরও পড়ুন:তৃণমূল কংগ্রেস মুখপাত্রদের নাম ঘোষণা দলনেত্রীর

Latest article