সংবাদদাতা, বারাসত : রাজ্য জুড়ে যে ১২ হাজার কিলোমিটার রাস্তা তৈরি ও সংস্কার হবে তার জন্য খরচ করা হবে পৌনে ৪ হাজার কোটি টাকা। সেই টাকার একটি পয়সাও কেন্দ্র থেকে নেবেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনটাই জানালেন বারাসতের সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার (kakoli ghosh dastidar)। বারাসত ২ ব্লকের উদ্যোগে পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে সাংসদ আরও বলেন, ‘কেন্দ্রের বিজেপি সরকার যতই বঞ্চনা করুক না কেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলা সরকারের উন্নয়ন আটকে রাখতে পারবে না। রাজ্যকে চাপে রাখতে হকের টাকা আটকে রাজ্যের উন্নয়নকে স্তব্ধ করতে চাইছে কেন্দ্রের বিজেপি সরকার। পাশাপাশি বিজেপি ও অন্য বিরোধীরা একজোট হয়ে রাজ্যকে কালিমালিপ্ত করতে চাইছে। নানা কুৎসা, অপপ্রচার চালানো হচ্ছে। তবে কোনও শক্তি দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখা যাবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বদাই রাজ্যবাসীর কল্যাণে কাজ করে চলেছেন। নিত্যনতুন জনমুখী প্রকল্পের মাধ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন।’ যতই বঞ্চনা, মিথ্যাচার চালানো হোক না কেন, বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর পাশে আছেন বলে দাবি সাংসদের (kakoli ghosh dastidar)।
আরও পড়ুন- ধর্না মঞ্চ থেকে CPM-BJP-বিচারপতিকে কটাক্ষ অভিষেকের