৩৫ বছরের পুরনো খুনের মামলা থেকে ১০ মাস পর জেল মুক্তি কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধুর (Navjot Singh Sidhu)। ১৯৮৮ সালের এক ঘটনার জেরে হাজতবাস করতে হয় প্রাক্তন ক্রিকেটার সিধুকে। তিনি এবং তাঁর বন্ধু রুপিন্দর সিং সাধু রাস্তার মাঝখানে গাড়ি রেখে চলে যাওয়ায় এক বৃদ্ধ মারুতিচালক প্রতিবাদ করেন। কথা কাটাকাটির সময় গুরনাম সিং নামের ওই বৃদ্ধকে সপাটে থাপ্পড় মারেন সিধু, মাথায় আঘাত পেয়ে মারা যান ওই বৃদ্ধ। সেই মামলায় অভিযুক্ত হন সিধু। সেইসময় সঠিক প্রমাণের অভাবে ছাড়া পেলেও পরবর্তীতে ইচ্ছাকৃত ভাবে আঘাত করার অভিযোগে সিধুকে এক বছরের শাস্তি দেয় সুপ্রিম কোর্ট। কিন্তু কারাবাসে থাকাকালীন ভালো কাজ করায় ২ মাস কমে শাস্তির মেয়াদ কমে দাঁড়ায় ১০ মাস। অবশেষে সেই সময়সীমা সম্পূর্ণ হওয়ার পর জেল থেকে বেরিয়েই বিজেপিকে এক হাত নিলেন সিধু।
আরও পড়ুন: দিল্লিতে মশার ধূপের ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত বাংলার ৪, ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
কারাবাসের মেয়াদ শেষে বাইরে এসেই রাহুল গান্ধীর (Rahul Gandhi) পাশে দাঁড়ালেন নভজ্যোৎ (Navjot Singh Sidhu)। শনিবার দুপুরে পাতিয়ালা সংশোধনাগার থেকে ছাড়া পান পাঞ্জাবের প্রাক্তন কংগ্রেস সভাপতি। এরপরই দলের প্রতি নিজের দায়িত্ব আর আনুগত্য প্রকাশ করতেই কংগ্রেস কর্মীদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করার বার্তা দেন তিনি। এক সময় বিজেপিতে ছিলেন পরে কংগ্রেসে যোগ দেন। ২০২২ সালে দলীয় প্রতীক নিয়ে অমৃতসর (পূর্ব) বিধানসভা থেকে লড়াই করলেও জিততে পারেননি সিধু। এরপরই ৩৫ বছরের পুরনো এই মামলায় গত বছরের ২০ মে পাতিয়ালা আদালতে আত্মসমর্পণ করেন তিনি। এবার জেল থেকে বেরিয়ে নিজেকে প্রাসঙ্গিক করতে চাইছেন সিধু, ওয়াকিবহল মহলের একাংশের ধারণা তাই।