শান্তনু বেরা, দিঘা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পর্যটন কেন্দ্র দিঘার মুকুটে যুক্ত হল আরও কিছু পালক। যা পর্যটকদের আকর্ষণকে আরও বাড়াবে। এর মধ্যে অন্যতম ‘স্বরবর্ণ’ কাফে। রাজ্যের উদ্যোগে গড়ে ওঠা এই কাফের নামকরণ করেছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। এখানে বসে সমুদ্রের মনোরম দৃশ্য দেখতে দেখতে চায়ের পেয়ালায় চুমুক দিতে পারবেন পর্যটকরা। অর্থাৎ জমিয়ে আড্ডা দেওয়ার একটি নতুন ঠিকানা হল সৈকতশহর দিঘায়। এবার দিঘাসফরে এসে পর্যটকদের এটাই উপহার মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন-পঞ্চায়েত ভোটে ৪০০ পর্যবেক্ষক ও ৩০ বিশেষ পর্যবেক্ষক
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর নির্দেশে কলকাতার ‘কফি হাউস’-এর মতো দার্জিলিঙেও ইতিমধ্যে খোলা হয়েছে ‘কাফে হাউস’। পাহাড়ের পর এবার দিঘার সমুদ্রসৈকতেও তাঁরই উদ্যোগে গড়ে উঠছে নতুন এই ক্যাফে। এ ছাড়াও বেশ কয়েকটি সাইক্লোনে দিঘার সৈকতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পরিস্থিতি এতটাই খারাপ হয় যে, মুখ্যমন্ত্রী দ্রুত দিঘার সৈকতে নিজে এসে ক্ষয়ক্ষতি দেখে যান। তারপর তাঁর নির্দেশেই ক্ষয়ক্ষতি দ্রুত মেরামত করে দিঘা সৈকতের সৌন্দর্যায়নে উদ্যোগ নেওয়া হয়। এবার দিঘাসফরে এসে জেলাশাসককে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী সৈকত-বরাবর হেঁটে দিঘার সেই সৌন্দর্যায়নের বিষয়টি স্বচক্ষে পরিদর্শন করেন।
আরও পড়ুন-চাকরি না দিয়েই খোলামুখ খনির মাটি কাটছে রাষ্ট্রায়ত্ত ইসিএল, বিক্ষোভ চলাকালীন অসুস্থ ২ জমিদাতা
তিনটি সমুদ্র সৈকতের নামকরণও করেন তিনি। তাঁর দেওয়া নামগুলো হল সূর্যসাগর, ভোরসাগর এবং ঢেউসাগর। অর্থাৎ দিঘার পর্যটন শিল্পে জোয়ার আনতে শুধু জগন্নাথ ধাম, অপরূপ সাজে সেজে ওঠা সৈকত বা অমরাবতী পার্কেই থেমে থাকবে না দিঘায় রাজ্যের উন্নয়নের ধারা। চার দিনের দিঘাসফরে এসে এটাই স্পষ্ট করে গেলেন মুখ্যমন্ত্রী।