ভোটে চিনকে পিছনে ফেলে রাষ্ট্রসংঘের স্ট্যাটিসটিক্যাল কমিটিতে নির্বাচিত ভারত

অনেকেই মনে করেছিল, এই ভারত ও চিনের লড়াই হবে হাড্ডাহাড্ডি। কিন্তু কার্যত একপেশে লড়াইয়ে চিনকে অনেক পিছনে ফেলেছে ভারত

Must read

প্রতিবেদন : সরাসরি চিনকে হারিয়ে রাষ্ট্রসংঘের শীর্ষ স্ট্যাটিসটিক্যাল কমিটিতে জায়গা করে নিল ভারত। আগামী চার বছর এই গুরুত্বপূর্ণ কমিটির সদস্য থাকবে ভারত। এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে বিপুল ভোটে জয়ী হয়ে ভারত এই স্ট্যাটিসটিক্যাল কমিটির সদস্য নির্বাচিত হয়েছে।

আরও পড়ুন-অভিযোগ, চাপ সৃষ্টি করছে ইডি

জানা গিয়েছে, ৫৩টি ভোটের মধ্যে ৪৬টি ভোট পেয়েছে ভারত। এশিয়া প্যাসিফিক অঞ্চল থেকে দু’টি দেশকে এই স্ট্যাটিসটিক্যাল কমিটিতে নেওয়া হবে। প্রথম দেশ হিসেবে ইতিমধ্যেই নির্বাচিত ভারত। এবার দ্বিতীয় স্থানের জন্য লড়াই হবে দক্ষিণ কোরিয়া ও চিনের। রাষ্ট্রসংঘের স্ট্যাটিসটিক্যাল কমিটিতে নির্বাচিত হওয়ার পরেই সদস্য দেশগুলিকে ট্যুইট করে অভিনন্দন জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, রাষ্ট্রসংঘের সর্বোচ্চ স্ট্যাটিসটিক্যাল কমিটিতে ভারতকে নির্বাচিত করায় সকলকেই অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। একই সঙ্গে রাষ্ট্রসংঘে কর্মরত ভারতীয় প্রতিনিধিদলকেও আমার অভিনন্দন ও শুভেচ্ছা। ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে চার বছরের জন্য ভারত এই কমিটির সদস্য হিসেবে কাজ শুরু করবে। অনেকেই মনে করেছিল, এই ভারত ও চিনের লড়াই হবে হাড্ডাহাড্ডি। কিন্তু কার্যত একপেশে লড়াইয়ে চিনকে অনেক পিছনে ফেলেছে ভারত।

আরও পড়ুন-মোদির ডাক উপেক্ষা করে প্রতিষ্ঠা দিবসে জেলা কার্যালয়ে বিক্ষুব্ধদের তালা

উল্লেখ্য, আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রসংঘ কী ধরনের পদক্ষেপ করবে সেই নীতি নির্ধারণে সক্রিয় ভূমিকা নিয়ে থাকে এই কমিটি। কিছু ক্ষেত্রে এই কমিটিই শেষ কথা বলে থাকে। পাশাপাশি বিভিন্ন দেশ থেকে যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে এই কমিটি। সেই তথ্যের ভিত্তিতেই তৈরি হয় বিভিন্ন পরিসংখ্যান। কূটনৈতিক মহল মনে করছে, স্ট্যাটিসটিক্যাল কমিটিতে স্থান পাওয়ায় আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের সম্মান আরও বাড়বে।

Latest article