নয়াদিল্লি : লন্ডনে ভারতীয় দূতাবাসে খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের হামলা চালানোর ঘটনায় নয়াদিল্লি ক্ষুব্ধ হলেও তার জন্য ব্রিটেনের সঙ্গে অবাধ বাণিজ্যচুক্তির আলোচনা বন্ধ করে দেওয়া হয়নি। বিদেশমন্ত্রকের সূত্র মারফত একথা জানানো হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যমে খবর প্রচারিত হয়, লন্ডনের ভারতীয় হাইকমিশনে হামলার জেরে দুই দেশের বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা স্থগিত রাখা হয়েছে। তারপরই ভারতের তরফে সেই খবর নস্যাৎ করে দিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই প্রচার ভিত্তিহীন।
আরও পড়ুন-মাঝ-আকাশে অসভ্যতা যাত্রীর, দিল্লি ফিরল লন্ডনগামী বিমান
সোমবার ব্রিটেনের সংবাদপত্র দ্য টাইমস সেদেশের সরকারি সূত্র উদ্ধৃত করে জানিয়েছে, বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা বন্ধ করে দিয়েছে ভারত সরকার। এই সংবাদ প্রকাশের পরই দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বিভ্রান্তি দূর করতে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নিজেদের অবস্থান জানিয়ে দেওয়া হল।
আরও পড়ুন-রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির দুর্দশা নিয়ে উদ্বেগ সংসদীয় কমিটির
প্রসঙ্গত, ২০২২ সালের ১৭ জুন ভারত ও ব্রিটেনের অবাধ বাণিজ্যচুক্তি নিয়ে আলোচনা শুরু হয়েছিল। যদিও ইতিমধ্যেই ব্রিটিশ হাইকমিশনার অ্যালেক্স অ্যালিস লন্ডনে ভারতীয় হাইকমিশনের কার্যালয়ে খালিস্তানি হামলার তীব্র নিন্দা করে এই ঘটনাকে লজ্জাজনক এবং অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন। এর পরিপ্রেক্ষিতে বাণিজ্যচুক্তি নিয়ে অবস্থান বদলের প্রশ্ন নেই বলে এবার জানাল নয়াদিল্লিও।