প্রতিবেদন : ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলগুলি থেকে শিশুদের অপহরণ করে নিয়ে গিয়েছে পুতিন বাহিনী। মস্কোর বিরুদ্ধে একাধিকবার এই অভিযোগ তুলেছে কিয়েভ। ইউক্রেনের অভিযোগকে মান্যতা দিয়ে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। অন্যদিকে মস্কো বরাবরই ইউক্রেনের তোলা ওই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এরই মধ্যে রাশিয়ার হাতে বন্দি থাকা ৩১টি শিশুকে উদ্ধার করেছে ইউক্রেন।
আরও পড়ুন-রেলপথে সিকিম
উদ্ধার করে আনা ওইসব শিশুদের কাছ থেকেই পাওয়া গিয়েছে চাঞ্চল্যকর তথ্য। ওই শিশুরা জানিয়েছে, তাদের মাসের পর মাস অন্ধকার, স্যাঁতস্যাঁতে জায়গায় আটকে রাখা হয়েছিল। ওই সমস্ত ঘরে দিনরাত ঘুরে বেড়াতো ইঁদুর, আরশোলা এমনকী, বিছেও। রুশসেনা ওই সমস্ত ঘরকে বলতো সামার ক্যাম্প। সেখানে তাদের প্রতিদিন পেটপুরে খেতে দেওয়া হত না। মিলতো না পর্যাপ্ত জল। শুধু তাই নয় ওই সমস্ত শিশুদের নিয়মিত এক জায়গা থেকে আর এক জায়গায় স্থানান্তরিত করা হত। অপুষ্টির কারণে বেশিরভাগ শিশুরই শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটজনক।
গত সপ্তাহের শেষে ওই শিশুগুলিকে উদ্ধার করেছে ইউক্রেন।
আরও পড়ুন-বিবিসি সরকার পোষিত ট্যুইটারের মন্তব্যে প্রতিবাদ
বেলারুশ সীমান্ত পেরিয়ে তারা ইতিমধ্যে ইউক্রেনে ফিরে এসেছে। দীর্ঘদিনের অপেক্ষার পর নিজেদের সন্তানদের ফিরে পেয়ে খুশি তাদের মা-বাবাও। সেভ ইউক্রেন নামে একটি মানবাধিকার সংস্থা এই শিশুদের উদ্ধারের নেতৃত্ব দিয়েছে। ওই সংগঠনের এক কর্ত্রী মিকোলা কুলেবা জানিয়েছেন, অত্যন্ত জটিল পরিস্থিতির মধ্যে তাঁরা ৩১টি শিশুকে ফিরিয়ে আনতে পেরেছেন। ওই বাচ্চাদের অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছিল। যে কারণে অনেকেই অসুস্থ হয়ে পড়েছে।