রেলপথে সিকিম

কিন্তু এবার শীঘ্রই সিকিম সরাসরি ট্রেন পথে জুড়তে চলেছে। জানা গিয়েছে, চলতি বছরের মধ্যেই সেবক-রংপো রেল লাইনের কাজ শেষ হতে চলেছে।

Must read

ভ্রমণ পিপাসুদের কাছে সিকিম (Sikkim) এক আকর্ষণীয় জায়গা। বর্তমানে ট্রেনে নিউ জলপাইগুড়ি কিংবা বিমানে বাগডোগরা থেকে পাহাড়ি রাস্তায় সড়ক পথে পৌঁছতে হয় সিকিম। কিন্তু এবার শীঘ্রই সিকিম সরাসরি ট্রেন পথে জুড়তে চলেছে। জানা গিয়েছে, চলতি বছরের মধ্যেই সেবক-রংপো রেল লাইনের কাজ শেষ হতে চলেছে।

আরও পড়ুন-বিবিসি সরকার পোষিত ট্যুইটারের মন্তব্যে প্রতিবাদ

সোমবার রেলের পক্ষ থেকে জানানো হয়েছে ইতিমধ্যেই এই প্রকল্পের কাজ ৭৫ শতাংশ শেষ হয়ে গিয়েছে। এই রেল লাইন তৈরিতে মোট খরচ হচ্ছে ৪ হাজার ৮৫ কোটি টাকা। রেলপথে মোট পাঁচটি স্টেশন থাকছে এই যাত্রাপথে মিলবে ১৪ টা সুড়ঙ্গ। ২০০৯ সালে এই প্রকল্পের শিলাস করেছিলেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Latest article