বিবিসি সরকার পোষিত ট্যুইটারের মন্তব্যে প্রতিবাদ

রবিবার হঠাৎই দেখা যায়, বিবিসির ট্যুইটার হ্যান্ডেলে সরকার পোষিত সংবাদ সংস্থা বলে লেখা রয়েছে। সঙ্গে সঙ্গেই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বিবিসি

Must read

প্রতিবেদন : ব্রিটেনের সংবাদ সংস্থা বিবিসি দুই মার্কিন সংবাদ সংস্থাকে হঠাৎই সরকারি সংস্থা বলে উল্লেখ করল ট্যুইটার। রবিবার হঠাৎই দেখা যায়, বিবিসির ট্যুইটার হ্যান্ডেলে সরকার পোষিত সংবাদ সংস্থা বলে লেখা রয়েছে। সঙ্গে সঙ্গেই এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায় বিবিসি।
রবিবার সকালেই হঠাৎ করেই বিবিসির ট্যুইটার বায়োটি পাল্টে যায়। নতুন ট্যুইটার বায়োতে লেখা ছিল, এটি একটি সরকার পোষিত সংস্থা। তবে শুধু বিবিসি নয়, মার্কিন সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকা এবং ন্যাশনাল পাবলিক রেডিও বা এনপিআর-এর মত স্বাধীন সংস্থাগুলির ক্ষেত্রেও একই সিদ্ধান্ত নিয়েছিল ট্যুইটার। এই মার্কিন সংবাদ সংস্থাগুলিকেও সরকার পোষিত বলে উল্লেখ করা হয়। সরকার পোষিত সংস্থার অর্থ হল, সরকারি নির্দেশ অনুযায়ী তারা খবর পরিবেশন করে।

আরও পড়ুন-স্বামীজির ছবিতে কালি, পুলিশি তদন্ত

কিছুক্ষণের মধ্যেই ট্যুইটারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় বিবিসি। কেন এই কাজ করা হল, সে বিষয়ে ট্যুইটারের জবাব জানতে চেয়েছে বিবিসি। একইসঙ্গে সংস্থা জানিয়েছে, বিবিসি বরাবর স্বাধীন ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। বিবিসির মতই ট্যুইটারের এই কাজের তীব্র সমালোচনা করেছে মার্কিন সংবাদ সংস্থা এনপিআর। এই সংস্থাও স্পষ্ট জানিয়েছে, খবর প্রচারের মাধ্যম হিসেবে তারা আর ট্যুইটারকে ব্যবহার করবে না। এই মার্কিন সংবাদ সংস্থাকে সমর্থন করেছে হোয়াইট হাউসও। বিবিসি ও এনপিআর-এর পাল্টা প্রতিবাদ সম্পর্কে ট্যুইটার অবশ্য কোনও প্রতিক্রিয়া জানায়নি।

Latest article