রাজ্যের বেকারদের জন্য বড় সিদ্ধান্ত নবান্নের

রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এই এবার বড় পদক্ষেপ নিল নবান্ন

Must read

বঙ্গে পঞ্চায়েত নির্বাচন (Panchayat Election) সামনেই। জয়ের প্রস্তুতি চলছে সব স্তরেই। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য এই এবার বড় পদক্ষেপ নিল নবান্ন (Nabanna)। এবার বেকারদের ব্যবসায় সাহায্য করবে মমতা সরকার। রাজ্য সরকারের (State Government) ভবিষ্যৎ ক্রেডিট কার্ডের মাধ্যমে ব্যাঙ্ক থেকে ঋণ পাওয়া যাবে খুব সহজেই।

আরও পড়ুন-জোগান কম, দেশে বাড়তে পারে চিনির দাম

বেকারদের ঋণ দেওয়ায় জন্য সোমবার রাজ্য সরকারের সঙ্গে সিজিটিএমএসই সমঝোতা পত্র স্বাক্ষর করল। ক্রেডিট গ্যারান্টি ট্রাস্ট ফ্যান্ড ফর মাইক্রো অ্যান্ড স্মল এন্টারপেনার্স (সিজিটিএমএসই)- এই প্রকল্পে বেকারদের জামিনদারের ভূমিকা পালন করবে বলে জানা গিয়েছে। ১৮ থেকে ৪৫ বছর বয়সি বেকার ছেলেমেয়েরা এই প্রকল্পের আওতাভুক্ত হবে। যদিও এই সুবিধা পেতে শিক্ষাগত যোগ্যতা দেখা হবে না।

আরও পড়ুন-বাংলায় তৈরি হতে চলেছে ‘স্লিপার ক্লাস’ বন্দে ভারত

এই নিয়ে রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প দফতরের সচিব রাজেশ পান্ডে জানিয়েছেন এই প্রকল্পের মাধ্যমে বেকার ছেলেমেয়েরা কোনও জামিনদার ছাড়া সর্বাধিক ৫ লক্ষ টাকা পর্যন্ত মুলধনের ব্যবসা করতে পারবে। যদিও রাজনৈতিক ব্যক্তিত্বরা মনে করছে ভোটের আগে রাজ্যের এই পদক্ষেপ যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

Latest article