সংবাদদাতা, দুর্গাপুর : প্রকাশ্য দিবালোকে রাস্তার উপর দলের নেত্রীর উপর চড়াওয়ের অভিযোগ উঠল বিজেপির অন্য একটি গোষ্ঠীর বিরুদ্ধে। দলের মহিলা সেলের পশ্চিম বর্ধমান জেলা সভানেত্রী ভারতী চট্টোপাধ্যায়ের (Bharati Chatterjee) উপর হামলা চালিয়েছেন তাঁর দলেরই একদল কর্মী বলে মুখ খুলেছেন আক্রান্ত নেত্রী নিজেই। দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের (Sukanta Majumdar) সামনেই ঘটে গেরুয়া শিবিরের নির্লজ্জ এই গোষ্ঠীদ্বন্দ্ব। মঙ্গলবার সন্ধ্যায় বিজেপি রাজ্য সভাপতির নেতৃত্বে দুর্গাপুর নগর নিগম ঘেরাওয়ের উদ্দেশ্যে গান্ধী মোড় থেকে একটি মিছিল আসছিল সিটি সেন্টারের দিকে। হঠাৎই বিজেপিরই একদল মহিলা ও পুরুষ মিলে ভারতী (Bharati Chatterjee) দেবীর উপর চড়াও হয়ে তাঁকে রাস্তায় ফেলে পেটায়। ওড়না দিয়ে শ্বাসরোধ করে তাঁকে খুনের চেষ্টাও করা হয় বলে অভিযোগ তুলেছেন আক্রান্ত নেত্রী ভারতী দেবী স্বয়ং। এর ফলে ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়ায় তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যেতে হয়। জ্ঞান ফিরলে তিনি বলেন, ‘আসানসোলের মহিলা বিজেপি সভানেত্রী মনীষা শিকদারের ইশারাতেই আমার উপর হামলা চালানো হয়।’ বিজেপি নেতা ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায়ের নেতৃত্বে খুনের চেষ্টাও হয় বলে অভিযোগ করেন তিনি। বিজেপির এই গোষ্ঠীবাজি নিয়ে সদ্য দলের জেলা সভাপতির দায়িত্ব পাওয়া তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, ‘এটাই তো বিজেপির সংস্কৃতি। বরাবরই ওরা নিজেদের মধ্যে খুনোখুনি করে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়। ভাগ্যিস, আক্রান্ত ওই মহিলা এই ঘটনায় নিজের মুখেই দলের অন্য নেতাদের নাম করেছেন, না হলে ফের তৃণমূলের ঘাড়ে এর দায় চাপিয়ে ওরা আদালতে চলে যেত!’
আরও পড়ুন-চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি করল রাজ্য