চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি করল রাজ্য

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : চা-শ্রমিকদের (Tea Workers) জন্য স্বস্তির খবর। উত্তরের বিভিন্ন চা-বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধি করল রাজ্য সরকার। ২০১১ সালে যখন তৃণমূল কংগ্রেস রাজ্যে শাসকের ভূমিকায় আসে তখন চা-বাগান শ্রমিকদের মজুরি ছিল মাত্র ৬৭ টাকা। ধীরে ধীরে রাজ্যে সরকার চা-বাগান শ্রমিকদের মজুরি বাড়িয়ে বর্তমানে ২৩২ টাকাতে এসে দাঁড়িয়েছে। কিন্তু অন্য বিভিন্ন রাজ্যে চা-শ্রমিকদের মজুরি আরও বেশি। তাই এবার চা-বাগান শ্রমিকদের (Tea Workers) মজুরি বৃদ্ধি করল রাজ্যে সরকার। দিন কয়েক আগে চা-শ্রমিকদের মজুরি বৃদ্ধি নিয়ে শিলিগুড়িতে বৈঠক হয়। সেখানেই সিদ্ধান্ত হয়েছিল ১৮ টাকা করে মজুরি বৃদ্ধি করা হবে। বুধবার শিলিগুড়িতে শ্রম দফতরের উদ্যোগে রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক চা-বাগান মালিক পক্ষ ও বিভিন্ন শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে চা-শ্রমিকদের মজুরি ১৮ টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়। বর্তমানে ২৩২ টাকা মজুরি পায় শ্রমিকরা। তা বাড়িয়ে ২৫০ টাকা হতে চলেছে। তবে এই বিষয়ে শ্রমমন্ত্রী মলয় ঘটক বলেন, আমরা চা-বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধির পক্ষে। ১৮ টাকা মজুরি বৃদ্ধি করা হচ্ছে। কিন্তু কবে থেকে এই মজুরি বৃদ্ধি হবে তা ঠিক হয়নি। চা-শ্রমিক সংগঠনগুলি দাবি করেছে গত জানুয়ারি মাসে থেকে মজুরি বৃদ্ধি করার কথা। আর বাগান মালিকপক্ষ বলেছে জুন মাস থেকে মজুরি বৃদ্ধি করা হবে। যদিও এই বিষয়ে আগামীতে ত্রিপাক্ষিক বৈঠক করে সমস্যা সমাধানের কথা জানিয়েছে শ্রমমন্ত্রী মলয় ঘটক। শ্রমিকদের মজুরি বৃদ্ধি প্রসঙ্গে দার্জিলিং জেলা (সমতল) আইএনটিটিইউসির সভাপতি নির্জল দে বলেন, কেন্দ্রীয় সরকার যেখানে চা-শ্রমিকদের বারবার বঞ্চিত করছে সেখানে রাজ্য শ্রমিকদের মজুরি বৃদ্ধি করছে। রাজ্য সরকার যে সবসময় শ্রমিকদের পাশে তা আরও একবার প্রমাণ হয়ে গেল।

আরও পড়ুন-স্কুলে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত রাজ্য সরকারের

Latest article