সংবাদদাতা, জঙ্গিপুর : সাগরদিঘি বিধানসভা উপনির্বাচনে পরাজয়ের পরেও সেখানকার মানুষের পাশে রইলেন তৃণমূল নেতৃত্ব। ইদ উপলক্ষে জঙ্গিপুরের পাশাপাশি সাগরদিঘির মোড়গ্রাম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। সাগরদিঘিতে তৃণমূলের হয়ে লড়াই করেন দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তাঁর হয়ে জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেনকে মোড়গ্রাম অঞ্চলে প্রচারে পর্যবেক্ষক করা হয়। জিততে পারেননি দেবাশিস। হেরে গেলেও জাকির বলেছিলেন, মোরগ্রাম মানুষের পাশে তিনি থাকবেন। সেকথা রাখলেনও।
আরও পড়ুন-উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে বিশ্বভারতী
জাকির নিজের বিধানসভায় ইদ উপলক্ষে মানুষকে বস্ত্র বিতরণের আগে মোড়গ্রামের মানুষকে বস্ত্র বিতরণ করলেন। মোড়গ্রামের কয়েকশো মুসলিম অসহায় পুরুষ ও মহিলাদের হাতে বস্ত্র তুলে দেওয়া হল। ঈদের আগে নতুন বস্ত্র হাতে পেয়ে খুবই খুশি এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ৷ অনুষ্ঠানে ছিলেন জঙ্গিপুর পুরপিতা মফিজুল ইসলাম, রঘুনাথগঞ্জ ১ ব্লক সভাপতি গৌতম ঘোষ ও অন্যরা।
আরও পড়ুন-নিয়োগ মামলার প্রক্রিয়াগত ত্রুটিতে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট
রঘুনাথগঞ্জ ১ তৃণমূল ব্লক সভাপতি গৌতমের কথায়, উনি এখানে না এসেও কথা রাখলেন। মোড়গ্রাম মানুষের তাঁর উপরে বিশ্বাস ও আস্থা বেড়ে গেল। জাকির এখানের মানুষের উন্নয়ন ঘটাবেন, এ ব্যাপারে আমরা নিশ্চিত।