রাহুল মামলায় রায়দান স্থগিত

অপরাধমূলক মানহানির মামলায় শাস্তি খারিজের দাবিতে গুজরাতের সেশনস কোর্টে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

Must read

প্রতিবেদন : অপরাধমূলক মানহানির মামলায় শাস্তি খারিজের দাবিতে গুজরাতের সেশনস কোর্টে আবেদন করেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার শুনানি শেষ হলেও মামলার রায়দান স্থগিত রাখে আদালত। ২০ এপ্রিল এই মামলার রায়দান হবে। উল্লেখ্য, অপরাধমূলক মানহানির মামলায় ২৩ মার্চ রাহুলকে দুই বছরের কারাদণ্ড দিয়েছিল সুরাতের নিম্ন আদালত। সুরাত আদালতের ওই সিদ্ধান্তের জেরে একদিন পরেই সাংসদ পদ খোয়াতে হয় রাহুলকে।

আরও পড়ুন-সাগরদিঘিতে কংগ্রেসে অনৈক্য, মানুষের পাশে সেই তৃণমূলই

তবে সাজা ঘোষণার সঙ্গে সঙ্গেই রাহুলকে ৩০ দিনের জন্য শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। আদালত জানিয়েছিল, এই ৩০ দিনের মধ্যে উচ্চতর আদালতে এই রায়ের বিরুদ্ধে আবেদন করারও সুযোগও পাবেন তিনি। এদিন বিচারপতি আর পি মোগেরার এজলাসে রাহুলের আর্জির শুনানি হয়। ২০০৬ সালে। গুজরাতে ভুয়ো সংঘর্ষের ঘটনায় তুলসীরাম প্রজাপতি নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল। ওই সংঘর্ষের ঘটনায় নাম জড়িয়েছিল অমিত শাহর। সেই মামলায় শাহর আইনজীবী ছিলেন এদিনের বিচারক মোগেরা। তিনি শাহর হয়ে আইনি লড়াই চালিয়েছিলেন। এতেই বোঝা যাচ্ছে যে, বিচারক মোগেরার সঙ্গে শাহ বা বিজেপির একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। এর আগে এক হিন্দি দৈনিকে প্রকাশিত খবর থেকে জানা যায়, বিচারক মোগেরা ২০১৪ সাল পর্যন্ত শাহর হয়ে সিবিআইয়ের বিশেষ আদালতে লড়াই করেছিলেন। তিনি শাহকে সশরীরে আদালতে হাজিরা দেওয়ার হাত থেকে মুক্তি দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন।

Latest article