নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় বিজেপির অপসংস্কৃতির জবাব

বিজেপির অপসংস্কৃতি, বিদ্বেষ, হানাহানির প্রতিবাদে নববর্ষকে স্বাগত জানাতে বারাসত শহর তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল ‘মঙ্গল শোভাযাত্রা’ হল বুধবার

Must read

সংবাদদাতা, বারাসত : বিজেপির অপসংস্কৃতি, বিদ্বেষ, হানাহানির প্রতিবাদে নববর্ষকে স্বাগত জানাতে বারাসত শহর তৃণমূল কংগ্রেসের ডাকে বিশাল ‘মঙ্গল শোভাযাত্রা’ হল বুধবার। বারাসতের শতদল মাঠ থেকে শুরু হওয়া শোভাযাত্রায় পুর এলাকার অন্তত ৫-৬ হাজার মানুষ স্বতঃস্ফূর্তভাবে যোগ দিয়ে গোটা শহর পরিক্রমা করেন। দলের নেতা-কর্মীদের সঙ্গে তাঁরা শেঠপুকুর, ডাকবাংলো, কলোনি মোড় হয়ে হেলাবটতলা পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় পা মেলান।

আরও পড়ুন-রাহুল মামলায় রায়দান স্থগিত

পুরোভাগে ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী, পুরপ্রধান অশনি মুখোপাধ্যায়, প্রাক্তন পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়, উপপ্রধান তাপস দাশগুপ্ত, শহর তৃণমূল সভাপতি অরুণ ভৌমিক, শহর যুব সভাপতি দেবাশিস মিত্র-সহ পুরপিতা দেবব্রত পাল, অভিজিৎ নাগচৌধুরি, পম্পি মুখোপাধ্যায়, ডাঃ সুমিত সাহা, ডাঃ বিবর্তন সাহা প্রমুখ। শারীরিক কারণে নিজে না থাকতে পারলেও নেপথ্যে ব্যবস্থাপনায় ছিলেন সাংসদ ডাঃ কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন, ‘রামনবমীতে বিজেপির হিংসা-দ্বেষের সংস্কৃতি দেখেছেন বাংলার মানুষ। পয়লা বৈশাখের মুখে ঢাকার আদলে এখানে আমরা নববর্ষকে বরণ করলাম মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে। এটাই বাংলার আসল সংস্কৃতি।’

Latest article