প্রকাশ্যে এসেছে অন্তর্দ্বন্দ্ব, বাড়ছে হেভিওয়েট নেতাদের অসন্তোষ। কর্ণাটক (Karnataka) বিধানসভা নির্বাচনের জন্য বিজেপি অন্য প্ল্যান খাটাচ্ছে। বিএস ইয়েদুরাপ্পা ভোটে লড়ছেন না। টিকিট না পেয়ে দল ছাড়লেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগদীশ শেটার। ১০ মে অনুষ্ঠিত হতে চলা কর্ণাটক বিধানসভা নির্বাচনের জন্য তাঁকে টিকিট দেয়নি বিজেপি। এরপর তিনি দল ছাড়ার সিদ্ধান্ত নেন। ৬৭ বছর বয়সি রাজনীতিবিদ বলেন তিনি বিধানসভা থেকেও পদত্যাগ করবেন।
আরও পড়ুন-সমলিঙ্গের বিয়ের আইনগত স্বীকৃতির শুনানিতে রাজি সুপ্রিম কোর্ট
২০১৮ সালের নির্বাচনের পর বিধানসভার বিরোধী দলনেতা ছিলেন জগদীশ শেটার। ২০১২ সালে একবছরের জন্য কর্ণাটকের মুখ্যমন্ত্রী হয়েছিলেন তিনি।কর্ণাটক বিধানসভার স্পিকার পদ সামলেছেন তিনি। বিভিন্ন দফতরের দায়িত্বে ছিলেন জগদীশ। বিএস ইয়েদুরাপ্পাও লিঙ্গায়াত সম্প্রদায়ের। কর্ণাটকের সবথেকে বড় সম্প্রদায় এটি। এই সম্প্রদায় কয়েক দশক ধরে বিজেপিকে সমর্থন করছে। জগদীশ যদিও জানিয়েছেন তিনি বিজেপি এবং বিধায়কপদ ছাড়লেও নির্বাচনে লড়বেন।
আরও পড়ুন-আজ মধ্যরাত পর্যন্ত বন্ধ মাঝেরহাট ব্রিজ
জগদীশ এদিন বলেন, ‘ভারাক্রান্ত মন নিয়ে দল থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি। আমিই এই দলকে গড়ে তুলেছি। কিন্তু তারা (দলের কিছু নেতা) আমাকে দল থেকে পদত্যাগ করতে বাধ্য করেছে। তারা এখনও জগদীশ শেটারকে চেনেনি। তাই এভাবে আমাকে অপমান করল। তারা যেভাবে আমাকে উপেক্ষা করেছে তাতে আমি বিরক্ত। এটা আমাকে ভাবতে বাধ্য করেছে যে আমার চুপ করে বসে থাকা উচিত নয় এবং আমাকে তাদের চ্যালেঞ্জ করতেই হবে। সেই বিবেচনা থেকেই আমি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা বলেছি।’