নয়াদিল্লি : গেরুয়াকরণের উগ্র চেষ্টায় এবার ভাষার উপরেও খবরদারি শুরু হল মোদি জমানায়। রাজধানী দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশের কাজকর্মে তারই ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠছে। সম্প্রতি একাধিক উর্দু ও ফার্সি ভাষার শব্দ ব্যবহারে আপত্তির কথা জানিয়েছে শাহের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ। একগুচ্ছ শব্দ উল্লেখ করে সেগুলির ব্যবহার এড়িয়ে যেতে বলা হয়েছে।
আরও পড়ুন-সেই উন্নাও! ধর্ষিতার বাড়িতে আগুন, ঝলসে গেল দুই শিশু, জামিনে মুক্ত ধর্ষকদের কান্ড
পুলিশি ফরমান অনুযায়ী বরদাত নয়, ঘটনা। শাহাদতের বদলে বলতে হবে তথ্যপ্রমাণ। উর্দু এবং ফার্সি শব্দের ব্যবহার এড়িয়ে প্রচলিত শব্দই ব্যবহার করতে হবে। দিল্লি পুলিশের শীর্ষস্তর থেকে এই মর্মে সমস্ত থানায় নির্দেশিকা পাঠানো হয়েছে। দিল্লি পুলিশ প্রধান সঞ্জয় অরোরা জানিয়েছেন, আগেও একই নির্দেশিকা জারি করা হয়েছিল। তবুও এখনও পর্যন্ত অনেক ফার্সি এবং উর্দু ভাষা ও শব্দের ব্যবহার হয়ে চলেছে। নতুন জারি করা পুলিশি নির্দেশিকার সঙ্গে শব্দের একটি তালিকা প্রকাশ করেছেন সঞ্জয় অরোরা।
আরও পড়ুন-বেঁকে বসল পাঞ্জাব-উত্তরপ্রদেশও, কেন্দ্রকে সাফ জানিয়ে দিল, নাফেড থেকে ডাল কিনবে না রাজ্য
তালিকার মধ্যে রয়েছে ইন্তেজাম, মুজরিম, আসলিয়ত, ইন্তেকাম, গুজারিশ, দস্তাবেজ, ফিজুল এবং হালাত শব্দগুলি। মোট ৩৮৩টি শব্দ পরিবর্তনের নির্দেশ দিয়েছে দিল্লি পুলিশ। এই নজিরবিহীন ঘটনায় বিজেপি শাসকদের তীব্র সংখ্যালঘু বিদ্বেষের ভূমিকাই দেখছে ওয়াকিবহাল মহল। যে মানসিকতা থেকে তিনশো বছরের প্রাচীন মুঘল সাম্রাজ্যের ইতিহাসকে পাঠ্যসূচি থেকে বাদ দিয়ে গেরুয়াকরণের লক্ষ্য বাস্তবায়িত করার চেষ্টা হয়, সেই একই উদ্যোগ এবার প্রশাসনিক ক্ষেত্রেও।