আজ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ-(Thunderstorm) সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। তবে কয়েকটি জেলায় তাপপ্রবাহ চলবে। খুশির খবর কিছুটা হলেও এটাই যে শনিবার ও রবিবার রাজ্যের সব জেলায় বৃষ্টি হবে। ১৫ টি জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন-ধূপগুড়িতে লাইনচ্যুত হয়ে রাস্তার কাছে মালগাড়ি
শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) তাপপ্রবাহ চলবে। ওই জেলাগুলিতে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে ।
আরও পড়ুন-লাইনের ধারে প্রস্রাব, বন্দে ভারতে ধাক্কা খেয়ে গরু উড়ে মৃত্যু ব্যক্তির
শুক্রবার দক্ষিণবঙ্গের চার জেলার (দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম) কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ খুব হালকা বৃষ্টি হতে পারে। শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে জানিয়েছেন, শনিবার থেকে অসহ্যকর গরম কমবে। এখন যে সর্বোচ্চ তাপমাত্রা আছে, সেটা কমতে শুরু করবে। তারপর সাময়িকভাবে অস্বস্তিকর গরম থেকে রেহাই পাওয়া যাবে।
আরও পড়ুন-নিয়ম মেনেই জল সরবরাহ হাওড়ায়
উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার এর বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস আছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে। দুই দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টি হতে পারে।