মুখ্যমন্ত্রীর পুজো সাহায্য পৌঁছে গেল বালুরঘাটে

Must read

দুলাল সিংহ, দক্ষিণ দিনাজপুর : করোনার কারণে বাঙালির প্রিয় শারদোৎসব আয়োজন সঙ্কটে পড়েছিল। সেই সমস্যা সমাধানে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুজো কমিটিগুলিকে অনুদান দেওয়ার ব্যবস্থা করেছেন, যাতে সাধারণ মানুষ উৎসবে শামিল হতে পারে। সেই মতোই দুর্গাপুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। শুক্রবার জেলা প্রশাসনের পক্ষে পুলিশ সুপার রাহুল দে নিজে বালুরঘাটের একাধিক পুজো কমিটির হাতে রাজ্য সরকারের পক্ষে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।

আরও পড়ুন : এভাবেই শুরু হয়েছিল দুর্বার দুর্গার পুজো

পাশাপাশি, এদিন তিনি শহরের বালুরঘাট থানা আবাসন দুর্গাপুজো কমিটি, চকভৃগু প্রগতি সঙ্ঘ, ত্রিধারা ক্লাব, বালুরঘাট উত্তমাশাপল্লি ক্লাব-সহ একাধিক পুজোমণ্ডপ পরিদর্শন করেন এবং পুজো কমিটিগুলির সদস্য-সদস্যার সঙ্গে কোভিডবিধি পালন নিয়ে কথা বলেন। পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহম্মদ নাসিম, ডিএসপি সোমনাথ ঝা এবং বালুরঘাট থানার আইসি অসীম গোপ। চলতি বছরে ২৮ বর্ষে পা রাখল বালুরঘাট থানা আবাসন মহিলা দুর্গাপুজো। কমিটির সম্পাদিকা প্রান্তিকা চট্টোপাধ্যায় সাহায্যের জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এর ফলে আমাদের অনেক সহায়তা হল। জানালেন, কোভিড বিধিনিষেধের কারণে অনুষ্ঠান না করলেও শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়া প্রতিযোগিতা হবে।

Latest article