রাসেলকে দ্রুত মাঠে নামানোর চেষ্টা হচ্ছে

Must read

 

শারজা : রাজস্থান ম্যাচ না খেললেও আন্দ্রে রাসেল এখন অনেকটাই ফিট। কেকেআরের চিফ মেন্টর ডেভিড হাসি জানিয়েছেন, “বুধবার রাসেলের ফিটনেস টেস্ট হয়েছে। আমাদের মনে হয়েছিল ও আর একটা ম্যাচ পর থেকেই খেলতে পারবে। আমার মনে হয় যদি আমরা প্লে-অফে উঠি, তাহলে রাসেলকে আমরা কোয়ালিফায়ার ম্যাচে পাব।”
হাসি বলেছেন, রাসেল খেললে সেটা তাদের মনোবল বাড়ানোর জন্য বিশাল ব্যাপার হবে। রাসেল বিশ্বমানের অলরাউন্ডার, মাঠে আনন্দ দিতে পারেন। কেকেআর যে মরুদেশে এসে ঘুরে দাঁড়িয়েছে, সেটা মেনে নিয়েছেন হাসি। তিনি বলছেন, কোভিডের ব্রেক সম্ভবত তাঁদের জন্য ভাল কাজ করেছে। প্রথম দফায় সাতটি ম্যাচের মধ্যে নাইটরা হেরেছিল পাচটি ম্যাচে। কিন্তু মরুদেশে এসে সাতটি ম্যাচ খেলে এবার তারা জিতেছে পাঁচটি ম্যাচে। সব মিলিয়ে চদ্দোটি ম্যাচে ১৪ পয়েন্ট কেকেআরের।

আরও পড়ুন : মুখ্যমন্ত্রীর পুজো সাহায্য পৌঁছে গেল বালুরঘাটে

এদিকে, অধিনায়ক ইওন মর্গ্যান বলেছেন, “আইপিএলের দ্বিতীয় ধাপে তাঁরা সুযোগ কাজে লাগিয়েছেন। ভেঙ্কটেশ আইয়ার ও শুভমন গিল আশার আলো হিসাবে দলের সামনে ছিল।” মর্গ্যান আরও বলেন, “ব্যাটসম্যানরা ভাল ব্যাট করেছে। বোলাররা, বিশেষ করে শাকিব রাসেলের অভাব ঢেকে দিয়েছে। রাসেল দ্রুত সুস্থ হয়ে উঠছে। আমরা প্রতি মহূর্তে ওর উপর নজর রাখছি।” রাজস্থান ম্যাচে রাসেলের পরিবর্ত হিসাবে নেমেছিলেন শাকিব। বল হাতে তাঁর ভূমিকার প্রশংসা করেন মর্গ্যান। তবে লকি ফার্গুসন আর শিবম মাভি অসাধারন বোলিং করেছেন।

Latest article