বিশ্বকাপে নতুন জার্সি বিরাটদের

Must read

মুম্বই, ৮ অক্টোবর : টি ২০ বিশ্বকাপের আগে ভারতীয় ক্রিকেট দলের নতুন জার্সি প্রকাশ করছে বিসিসিআই। ১৩ অক্টোবর এই জার্সির আনুষ্ঠানিক প্রকাশ ঘটবে বলে বিসিসিআই জানিয়েছে। তাদের টুইটে বলা হয়েছে, ‘‘সেই মুহূর্তের জন্যই আমরা সবাই অপেক্ষা করছি! আসুন আমরা সবাই মিলে ১৩ অক্টোবরের অনুষ্ঠানে অংশ নিই। আপনি উত্তেজিত?”

ভারতীয় ক্রিকেট দলের অফিসিয়াল কিট সরবরাহকারীর দায়িত্বে রয়েছে এমপিএল স্পোর্টস। তারা এই জায়িত্বে থাকবে ২০২৩-এর ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন : রাসেলকে দ্রুত মাঠে নামানোর চেষ্টা হচ্ছে

বিশ্বকাপ জার্সিও প্রস্তুত করছে এই সংস্থা। নেভি ব্লু রেট্রো জার্সিকে সরিয়ে নতুন এই জার্সিতে থাকবে নিল, সবুজ , সাদা ও লাল রঙের স্ট্রাইপ। ১৯৯২-এর বিশ্বকাপে এই জার্সিই পরেছিলেন ভারতীয় ক্রিকেটাররা।
এমপিএল স্পোর্টসের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, এই প্রথম ভারতীয় ক্রিকেট ফ্যানেরা অফিসিয়াল টিম জার্সি সহজ দামে সংগ্রহ করতে পারবেন। মরুদেশে ১৮ অক্টোবর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে প্রথমবার এই জার্সি পরে মাঠে নামবেন বিরাট-রোহিতরা। বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর পাকিস্তানের বিরুদ্ধে। ভারতীয় ক্রিকেট ফ্যানেরা এবার তিন ধরণের জার্সি সংগ্রহ করতে পারবেন। সেগুলি হল ফ্যান জার্সি, প্লেয়ার্স এডিশন জার্সি ও বিরাট কোহলির ১৮ নম্বর লেখা জার্সি। এই জার্সির দাম শুরু হবে ১৭৯৯ টাকা থেকে।

Latest article