চিরকালের মতো বিদায় নিলেন হ্যারি বেলাফন্টে (Harry Bellafonte)। মঙ্গলবার থেমে গেল ‘জামাইকা ফেয়ারওয়েল’-এর স্রষ্টার জীবনযাত্রা। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের আপার ওয়েস্ট সাইডের বাডিতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আরও পড়ুন-দক্ষিণবঙ্গে ফিরছে ভ্যাপসা গরম, বৃষ্টি কবে?
পঞ্চাশের দশকে তাঁর সংগীত গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। জাতিগত বিভেদে ভেঙে ফেলেছিলেন হ্যারি বেলাফন্টে। আমেরিকায় বর্ণবৈষম্যের বেড়াজাল থেকে মুক্ত করতে নিজের গানকে হাতিয়ার করেছিলেন তিনি। নাগরিক আন্দোলন অন্যমাত্রা পেয়েছিল তাঁর সৃষ্টিতে। যখন মার্কিন মুলুকে কালো-চামড়ার মানুষদের দূরে ঠেলে দেওয়া হয়েছিল তখন উদ্যোগী হয়েছিলেন প্রয়াত গায়ক। আতলান্টিকের দু-পারে ঝড় তুলেছে তাঁর ক্য়ারেবিয়ান সঙ্গীত। তাঁর কনসার্টে উপচে পড়ত ভিড়।
আরও পড়ুন-সিবিআই চার্জশিটে নাম সিসোদিয়ার
তাঁর মৃত্যু উপলক্ষে শ্রীজাত লেখেন, ‘খুব কম মানুষই পারে, এক জীবনে প্রবাদ বা রূপকথা হয়ে উঠতে। খুব কম মানুষই পারে, হাত থেকে হাতে ইশতেহার বা নিশানের মতো ঘুরতে। খুব কম মানুষই পারে, প্রজন্মের পর প্রজন্মকে জাগিয়ে রাখতে। আপনি সেই বিরলদের একজন। বিদায় হ্যারি, অবশেষে ফেয়ারওয়েল। এই পৃথিবী আপনাকে আর আপনার গানকে ভুলবে না।’