আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ (South Bengal) জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের বেলায় গরম থাকলেও বিকেলের পর আকাশ কালো করে নামতে পারে বৃষ্টি। যদিও আগামী দু’দিন দক্ষিণবঙ্গে তাপমাত্রার পরিবর্তন হবে না। তারপর ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আরও পড়ুন-কুস্তিগিরদের পাশে নীরজ, কপিলদেব
আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ, বীরভূমে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতে আজ ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আরও পড়ুন-প্রবল উত্তেজনা মণিপুরে পুড়ল মুখ্যমন্ত্রীর মঞ্চও
৩০ এপ্রিল উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়ায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের জেলায় এর জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন-প্রবল উত্তেজনা মণিপুরে পুড়ল মুখ্যমন্ত্রীর মঞ্চও
মে মাসের ১ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে। মে মাসের ২ তারিখও দক্ষিণের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি জারি থাকবে।