ট্রেনের টিকিটে সিনিয়র সিটিজেন ছাড় নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

ট্রেনের টিকিট কাটার সময় প্রবীণ নাগরিকদের বাড়তি ছাড় দেওয়া হত। করোনাভাইরাস মহামারীর সময় সেই ছাড় তুলে নেওয়া হয়।

Must read

সুপ্রিম কোর্ট প্রবীণ নাগরিকদের (Senior citizen) ট্রেনের টিকিটে ছাড় দেওয়া নিয়ে মামলা খারিজ করে দিল । শীর্ষ আদালতের বিচারপতি সঞ্জয় কিষান কৌল এবং বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহের ডিভিশন বেঞ্চ এই বিষয়ে জানিয়েছে, বিষয়টির সঙ্গে রাজকোষ সংক্রান্ত ও আর্থিক বিষয় জড়িয়ে আছে। সংবিধানের ৩২ ধারার আওতায় মামলাকারী যে আর্জি জানিয়েছেন, সেই আর্জি মেনে নেওয়া ঠিক হবে না। শীর্ষ আদালতের রায়ে জানানো হয়েছে, ‘প্রবীণ নাগরিকদের প্রয়োজনীয়তা এবং আর্থিক প্রভাব বিচার করে সেই নীতিগত সিদ্ধান্ত নেবে সরকার।’

আরও পড়ুন-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে, কেমন থাকবে তাপমাত্রা

ট্রেনের টিকিট কাটার সময় প্রবীণ নাগরিকদের বাড়তি ছাড় দেওয়া হত। করোনাভাইরাস মহামারীর সময় সেই ছাড় তুলে নেওয়া হয়। সেটা ফেরানো হয়নি। ফেরানোর বিষয়ে কোন ইঙ্গিত দেয়নি কেন্দ্র। মাসখানেক সেই ছাড় ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেছিল সংসদীয় স্থায়ী কমিটি।

আরও পড়ুন-কুস্তিগিরদের পাশে নীরজ, কপিলদেব

সওয়ালের প্রেক্ষিতে মৌখিকভাবে শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ জানায়, ‘আমি আপনার সঙ্গে একমত। কিন্তু কী করা যেতে পারে? এটা রাষ্ট্রের নীতি সংক্রান্ত বিষয়। আমাদের হয়ত মনে হতে পারে যে ছাড় দেওয়া উচিত। বাধ্যতামূলকভাবে ছাড় প্রদানের নির্দেশ কি দিতে পারি আমরা?’

Latest article