বিশ্ব বাংলা গেট (Biswa Bangla Gate) (নারকেলবাগান) ক্রসিং-এর সঙ্গে জুড়তে চলেছে নিউ টাউন অ্যাকশন এরিয়া। সৌজন্যে থাকবে মনোরেল ধরনের লাইট রেল ট্রানজিট সিস্টেম।হাউজিং ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন (Hidco) এই নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। হিডকো এক এজেন্সির সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেছে। এই প্রস্তাব নিয়ে পর্যালোচনা করবেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন-পাকিস্তানে বিরলতম শিশুর জন্ম, দু’টি পুরুষাঙ্গ, নেই মলদ্বার
মনোরেল বা রোপওয়ে জাতীয় পরিবহন নিউ টাউনের বিভিন্ন অংশের সঙ্গে যাতায়াত ব্যবস্থার ঠিক করার জন্য পরিকল্পনা করেছিল। তবে এই মুহূর্তে আলোচ্য বিষয় হল এটাই যে মেট্রো অ্যালাইনমেন্টটি শুধুমাত্র অ্যাকশন এরিয়া I এবং II-এর মধ্যে দিয়ে যাবে। AA III-এর সঙ্গেও মনোরেল জুড়ে দেওয়া হবে।
আরও পড়ুন-ট্রেনের টিকিটে সিনিয়র সিটিজেন ছাড় নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের
হিডকোর আধিকারিকরা এই মর্মে জানিয়েছেন, একটি সংস্থা সম্প্রতি একটি প্রস্তাব নিয়ে এসেছিল। এই প্রকল্প থেকে সরকারি ফান্ডিংও নেবে না বলে সংস্থা জানিয়েছে। প্রস্তাব অনুযায়ী, তারা অন্যান্য প্রকল্প থেকে তহবিল সংগ্রহ করবে। সেই টাকা দিয়ে মনোরেল ডেভেলপ করা হবে।
আরও পড়ুন-ট্রেনের টিকিটে সিনিয়র সিটিজেন ছাড় নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের
হিডকোর তরফে এজেন্সির সঙ্গে যোগাযোগ করা হয়েছে। একটি বিশদ প্রকল্প রিপোর্ট দিতে বলা হয়েছে। সেখানে প্রস্তাবিত রুট, স্টপেজ এবং মোট দৈর্ঘ্য দেখাতে বলা হয়েছে। প্রাথমিকভাবে AA III থেকে নারকেলবাগান ক্রসিং-এর কাছাকাছি পর্যন্ত মনোরেল বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের মধ্যেই এই প্রকল্পের বিশদ রিপোর্ট জমা করা হবে।