সংবাদদাতা, রায়গঞ্জ : রাস্তার দু’ধারে কাতারে কাতারে মানুষ। এই দৃশ্য প্রমাণ করেছে তৃণমূল কংগ্রেসের নবজোয়ার মানুষ গ্রহণ করেছে। জনসভার দ্বিতীয় দিনে জেলাবাসীকে এভাবেই অভিবাদন জানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি প্রথম জনসভা করেন করণদিঘি হাইস্কুল মাঠে। সভাস্থলের সামনের সারিতে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই স্লোগানে মুখরিত হয়ে ওঠে সভাস্থল। উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম পাল, পম্পা পাল প্রমুখ। দ্বিতীয় সভাস্থল কর্ণজোড়া স্টেডিয়ামে ঢোকার আগে হেমতাবাদ বিধানসভা এলাকার পানিশালা তেঁতুলতলা মোড়ে স্বাগত অনুষ্ঠানে অংশ নেন।
আরও পড়ুন-নাগরিক সমস্যা শুনতে দুয়ারে মেয়র
এলাকার মহিলারা শঙ্খ ও উলুধ্বনিতে বরণ করেন তাঁকে। সঙ্গে ছিল মহিষবাথান মুখোশ শিল্পীদের নৃত্যানুষ্ঠান। তেঁতুলতলা পৌঁছনোর আগেই গাড়ি থেকে নেমে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাস্তার দু ধারের অসংখ্য মানুষের সঙ্গে হাত মিলিয়ে অভিবাদন গ্রহণ করেন। পথে তাঁকে এত কাছে পেয়ে ছুটে আসেন তৃণমূল কর্মী-সমর্থকেরাও। জানান নিজেদের অভাব-অভিযোগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও যথাযথ ব্যবস্থার আশ্বাস দেন। এরপরই তিনি চলে যান এলাকার বাসিন্দা কালু বর্মনের বাড়ি। সেখানে তাঁকে জলখাবার দেওয়া হয়। রাজবংশী এই পরিবারের মন্দিরে ও তুলসীবেদিতে প্রণাম করেন। দীর্ঘক্ষণ কথা বলেন বাড়ির বয়োজ্যেষ্ঠ নির্মলা বর্মনের সঙ্গে। ছোটদের সঙ্গেও কথা বলেন। মানুষের আবদার একটা রাস্তার। শোনামাত্রই জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, মন্ত্রী গোলাম রব্বানি, সত্যজিৎ বর্মন, চেয়ারম্যান শচীন সিংহ রায়, মহিলা সভানেত্রী চৈতালী ঘোষ সাহা-সহ দলীয় নেতৃত্বদের নিয়ে ঘুরে আসেন ওই এলাকা।
আরও পড়ুন-বজ্রাঘাতে মৃতের বাড়িতে তৃণমূল নেতৃত্ব
এরপর সোজা তিনি চলে আসেন রায়গঞ্জের জনসভায়। সভাস্থল থেকেই কেন্দ্রের বিজেপি সরকারের ‘মন কি বাত’ নিয়ে কটাক্ষ করেন তিনি। তিনি বলেন, ‘মানুষকে দিচ্ছে না দুটো রুটি, দুমুঠো ভাত, সেই নরেন্দ্র মোদি করছেন মন কি বাত!’ মানুষের প্রাপ্য টাকা কেন আটকাচ্ছে কেন্দ্র সেই জবাব যদি সামনাসামনি বলতে অস্বস্তি হয় তবে রেডিওতে বলুন। এরপর ইটাহারে। এদিন ইটাহার হাইস্কুল মাঠে সভা করার কথা থাকলেও কয়েক হাজার কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে শহরের সরাইদিঘি থেকে চৌরাস্তা মোড় পর্যন্ত র্যালি করেন। চৌরাস্তা মোড়ে বিধায়ক মোশারফ হোসেনকে সঙ্গে নিয়ে নবজোয়ার-এর হুড খোলা গাড়ির ওপর দাঁড়িয়েই বক্তব্য রাখেন অভিষেক। মানুষের উচ্ছ্বাসে আপ্লুত অভিষেক বলেন, ‘যে ভালবাসা মানুষ দিয়েছেন, ইটাহারের উন্নয়নের দায়িত্ব আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি।’ রাস্তার উপরে এত মানুষের ঢল কোনও নেতাকে একবার দেখতে ইতিপূর্বে হয়নি।