সংবাদদাতা, শান্তিপুর : উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। শান্তিপুরে রেকর্ড ভোটে জিততে চলেছেন ব্রজকিশোর গোস্বামী। বিরোধী দলের প্রার্থীদের কোথাও দেখা নেই। বিজেপির প্রার্থীকে নিয়ে নিজেরাই ধন্দে দলের স্থানীয় নেতৃত্ব। প্রার্থী পছন্দ নয় তাঁদের। এলাকার ভোটাররা পরিষ্কার বলছেন, আগের ভুল এবার আর হবে না। এবারে ভোট পড়বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রতীকে।
আরও পড়ুন : আইএনটিটিইউসি-র নাম করে চাঁদা নয়
এই পরিস্থিতিতে শনিবার বাবলা গ্রাম পঞ্চায়েত এলাকার মতুয়াদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় বসেন প্রার্থী ব্রজকিশোর গোস্বামী-সহ শহর সভাপতি বৃন্দাবন গোস্বামী, ব্লক সভাপতি নিমাই বিশ্বাস প্রমুখ। মুখ্যমন্ত্রী মতুয়াদের নিয়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্প করেছেন, তাঁদের মর্যাদা দিয়েছেন। পিছিয়ে পড়া জায়গা থেকে সম্মানজনক জায়গায় এনে দিয়েছেন। নদিয়ায় মতুয়া বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস থেকে শুরু করে তপশিল জাতি ও উপজাতিদের জন্য একাধিক প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী। ফলে উৎসাহিত মতুয়া কর্মী-সমর্থকরা প্রত্যেকই বলছেন রেকর্ড ভোটে জেতাবেন তৃণমূল কংগ্রেস প্রার্থীকে। পুরসভার ২৪ নং ওয়ার্ডে গুরুত্বপূর্ণ কর্মিবৈঠকও হল শনিবার। সকলেই বলছেন, বিরোধী প্রার্থীরা ব্যাকফুটে। সিপিএম, বিজেপি প্রার্থীদের দেখাই পাওয়া যাচ্ছে না। শহর জুড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা, দেওয়াল লিখনে ছয়লাপ। বিপরীতে কৃষিবিল, বিদ্যুৎবিলে মানুষ মারার পথ নেওয়া মোদি সরকারকে সরাতে ভারতবর্ষ জুড়েও এখন মমতা-ম্যাজিক চলছে।