জলমগ্ন, বিপন্ন মানুষের জন্য বিধায়কের উদ্যোগ

Must read

হাওড়া : দুর্গাপুজোতেও উয়নারায়ণপুরের দুর্গত মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বিধায়ক সমীর পাঁজা। তাঁর উদ্যোগে জলভাসি ১১টি গ্রাম পঞ্চায়েতের প্রায় ৫০ হাজার মানুষকে ইতিমধ্যেই বস্ত্র বিতরণ শুরু হয়েছে। এবার জলমগ্ন গ্রামবাসীদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া শুরু হল। শনিবার আরডিএ গ্রাম পঞ্চায়েতের দুর্গত মানুষদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বিধায়ক ও তৃণমূলের হাওড়া (গ্রামীণ) চেয়ারম্যান সমীর পাঁজা। চাল, ডাল, ময়দা, সরষের তেল, চিনি ও বিস্কুটের প্যাকেট দেওয়া হল সকলকে।

আরও পড়ুন : শান্তিপুরে মতুয়াদের নিয়ে বৈঠক প্রার্থী ব্রজকিশোর

সমীর পাঁজা বলেন, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশে জলমগ্ন ১১টি গ্রাম পঞ্চায়েতের ৭৬ হাজার মানুষের প্রত্যেকের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হবে পুজোর মধ্যেই।’ বিধায়কের তরফে পুজোয় নতুন জামাকাপড় ও খাদ্যসামগ্রী পেয়ে বেজায় খুশি উদয়নারায়ণপুরের জলমগ্ন এলাকার বিপন্ন মানুষরা। তাঁরা বলেন, ‘যেভাবে বিধায়ক সবসময় আমাদের পাশে থাকেন, সাহায্য করেন, তার কোনও তুলনা নেই।’

Latest article