দিদির প্রকল্প পুজোভাবনা

Must read

মানস দাস, মালদহ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। যা ইতিমধ্যেই দেশ জুড়ে সাড়া ফেলেছে। এবার সেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প দুর্গা পুজোয় তুলে ধরছেন মালদহের বালুরচর কল্যাণ সমিতি। এই খানেই শেষ নয়, লক্ষ্মীর ভাণ্ডার থিমের গায়ে মা মাটি মানুষের সরকারের কন্যাশ্রী, যুবশ্রী, সুবজসাথী, স্বাস্থ্যসাথী-সহ মোট ১৩টি প্রকল্পের প্রচার তুলে ধরা হবে। তা দেওয়া থাকবে গোল আকারে।

আরও পড়ুন : জলমগ্ন, বিপন্ন মানুষের জন্য বিধায়কের উদ্যোগ

৫৫তম বর্ষে কল্যাণ সমিতির দ্বারা পরিচালিত দক্ষিণ বালুরচর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোয় এবার দর্শনার্থীদের নজর কাড়তে চলেছে। লক্ষ্মীর ভাণ্ডার পোড়া মাটির দেখালেও তা গড়ে তোলা হচ্ছে বাঁশ, চট, প্লাস্টার অব প্যারিস-সহ বিভিন্ন উপকরণ দিয়ে। এই থিমের পাশাপাশি উদ্যোক্তারা করোনাকে পরাজিত করার থিমও তুলে ধরছেন। তা বিভিন্ন মডেল দিয়ে করা হবে। সেখানে দেখানো হবে মাস্ক, স্যানিটাইজারের উপকারিতা। বালুচর কল্যাণ সমিতির সম্পাদক অমিতাভ শেঠ জানান, এবারের মূল আকর্ষণ লক্ষ্মীর ভাণ্ডার। সেখানে অঙ্কনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি তুলে ধরা হবে। যাতে দর্শনার্থীদের মন ছুঁয়ে যেতে পারে। এ ছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক কর্মসূচিও রয়েছে। কোভিড পরিস্থিতিতে এবারেও পুজো হবে। স্বভাবতই উদ্যোক্তারা এ সম্পর্কে সরকারি গাইড লাইন মানবেন। সতর্ক করবেন দর্শনার্থীদের।

Latest article