বাংলাভাগের বিরুদ্ধে সরব অনগ্রসর সমিতি

Must read

নবেন্দু বাড়ৈ, জলপাইগুড়ি : মোদি-শাহের মদতে এ রাজ্যে বিরোধী দল বিজেপি অনেকদিন ধরেই সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর পাশাপাশি বাংলাভাগের চক্রান্ত করছে। বিধানসভা ভোটে শোচনীয় পরাজয়ের পর বিশেষত উত্তরবঙ্গে নানাভাবে উসকানি দিচ্ছে। তাদের সেই দেশভাগের চক্রান্তের বিরুদ্ধে সরব হল উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতি। শনিবার তারা জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে এর প্রতিবাদ করল। সমিতির কেন্দ্রীয় সম্পাদক আবুল হোসেন বলেন, ‘বর্তমানে কিছু শক্তি রয়েছে, যারা উত্তরবঙ্গকে আলাদা করতে চাইছে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’ এই চক্রান্তের অভিযোগ যে বিজেপির দিকে, তা পরিষ্কার।

আরও পড়ুন :দিদির প্রকল্প পুজোভাবনা

কেননা, কিছুদিন আগেই কেন্দ্রীয় মন্ত্রী জন বারলা রাজ্যভাগের পক্ষে সওয়াল করেছেন। এরপরই রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়ায়। জলপাইগুড়িতে এসে দিলীপ ঘোষও জন বারলার মন্তব্যকে সমর্থন করেছিলেন। ‘ভবিষ্যতে রাজ্যভাগের চক্রান্তের বিরুদ্ধে আমরা আন্দোলন করতে প্রস্তুত’ বলে জানান আবুল হোসেন। পাশাপাশি সংবিধানপ্রদত্ত বিভিন্ন অধিকার থেকেও তাঁরা বঞ্চিত বলে অভিযোগ করেন। তাঁর দাবি, এক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পিছিয়ে পড়া সমাজ তথা অনগ্রসর তালিকাভুক্ত মুসলিম সংখ্যালঘুদের উন্নয়নে উন্নয়ন পর্ষদ গঠন করার দাবি করা হয়েছে।

Latest article