বুধবারই সরাইঘাট এক্সপ্রেসে মালদা যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banejee)। রাতে মন্ত্রী ফিরহাদ হাকিম সহ অন্যান্য আধিকারিকদের নিয়ে মালদা টাউন স্টেশনে নামেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার মালদা অডিটোরিয়াম থেকে প্রশাসনিক সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী। সরকারের বেশ কিছু উন্নয়নমূলক কাজের বিষয়ে কথা বলার সঙ্গে এনআরসি (NRC) নিয়ে এদিন আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এনআরসি নিয়ে আবার কিন্তু চিঠি পাঠিয়েছে। সরাসরি এনআরসির নাম বলা হয়নি। নির্বাচন সামনে এলেই এইসব মনে পড়ে। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, আমরা এনআরসি করব না। এনআরসি করতেও দেব না।’
আরও পড়ুন-‘সৌজন্যতা দুর্বলতা নয়’ বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তিনি আরও বলেন, ‘পাঠানো চিঠিতে পরিষ্কার লেখা আছে যাঁদের আধার কার্ড, প্যান কার্ড, মাথা-মুণ্ডু কার্ড না থাকবে, তাদেরকে বিদেশি হিসেবে ঘোষণা করা হবে। মানে যাতে তাঁদের ডিটেনশন ক্যাম্পে রেখে তাড়িয়ে দেওয়া যায়। ঠিক যেমনটা অসমে হয়েছিল। ওটা নিয়ে নিশ্চিন্তে থাকুন, আমি দেখে নেব। তবে ভোটার লিস্টে নিজেদের নাম অবশ্যই তুলবেন। ১০ বছর পর আধার কার্ড নতুন করে করতে বলছে। সেটা যখন শুরু হবে তবে করে নেবেন।’
আরও পড়ুন-‘বিএসএফ বাড়াবাড়ি করলে ব্যবস্থা নিন, এফআইআর করুন’, পুলিশকে কড়া হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর
সকলের উদ্দেশ্যে এদিন তিনি বলেন ‘ভোট দেওয়া নাগরিক অধিকার। যাতে বলতে না পারে যে ভোট দেওয়ার কারণে নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। এরা সব কিছুই করতে পারে। কোনও বিশ্বাস নেই এঁদের উপর। তাই ভোটার লিস্টে নাম তোলার অনুরোধ করলাম।’