‘এখনকার ছেলে মেয়েদের জেদ বেশি’ অভিষেক প্রসঙ্গে মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী

মালদহের (Malda) ইংরেজবাজারে নবজোয়ার কর্মসূচিতে আজ বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (AbhishekBanerjee) সঙ্গে মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Must read

মালদহের (Malda) ইংরেজবাজারে নবজোয়ার কর্মসূচিতে আজ বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে মঞ্চে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সভা থেকেই বেশ কিছু ইস্যুতে রাজ্যের বিভিন্ন বিরোধী দলকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন-‘কোনও বিশ্বাস নেই এঁদের উপর, তাই ভোটার লিস্টে নাম তোলার অনুরোধ করলাম’ এনআরসি নিয়ে সরব মুখ্যমন্ত্রী

অভিষেককে নিয়ে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘অভিষেক বয়সে ছোট। দুবার এমপি৷ ওকে বারণ করেছিলাম। এই দুর্যোগে এই প্রোগ্রাম না নিতে৷ কিন্তু এখনকার ছেলে মেয়েদের জেদ বেশি। তাঁরা মনে করে রাস্তায় থেকে মানুষকে চিনি। আর এটাই ওদের নব জোয়ার যাত্রা। এক্সাসাইজ করার সময় পাচ্ছে না। তাই স্টেজে হেঁটে হেঁটে করছে। স্টেজে একটাও চেয়ার নেই।’

আরও পড়ুন- অরিজিৎ গ্রামের জন্য কিছু করতে চায়, কাগজপত্র জেলা প্রশাসনের কাছে দিয়ে দিয়েছি, পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

মমতা এদিন বলেন, ‘আমি একটা বড় কিমি যাত্রা করেছিলাম। বেলপাহাড়ি থেকে সিপিএম ঢুকতে দেয়নি। আমি জোগ্রামে ঢুকে পড়েছিলাম। দেখলাম আদিবাসী পরিবারে রান্না হচ্ছে। কাঠ পিঁপড়ে আর গাছের শিকর দিয়ে রান্না করতেন। আমি অনাহার দেখে এসেছিলাম। সাঁকরাইলে গিয়ে দেখে এসেছিলাম মাওবাদী উপদ্রুত এলাকায়। কিছুই ছিল না সেখানে। আমলাশোলের কথা অনেকের মনে নেই। দলের ইতিহাস জানতে হবে। আমি একটা জীবন্ত লাশ, আদিবাসী মহিলাদের বলছিলাম।’

আরও পড়ুন-‘সৌজন্যতা দুর্বলতা নয়’ বিজেপিকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রী বলেন, ‘রটে গিয়েছিল, আমি মারা গিয়েছি নাকি, সংসদ বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি লড়াই করে, কষ্ট করে একটা দল তৈরি করেছি। প্রচুর ঘটনা আছে৷ অনেকে জানেন না। পারলে উপলব্ধি বইটা পড়বেন। ওখানে লেখা আছে।’

আরও পড়ুন-‘বিএসএফ বাড়াবাড়ি করলে ব্যবস্থা নিন, এফআইআর করুন’, পুলিশকে কড়া হওয়ার বার্তা মুখ্যমন্ত্রীর

মমতা বলেন, ‘দিল্লিতে কুস্তিগীরদের আন্দোলনে মেয়েদের মেরেছে। কটা কেন্দ্রীয় দল গেছে। আমি কারও মৃত্যু চাই না। আমি মৃত্যুর রাজনীতি চাই না। আমি মানবিক রাজনীতি করি।’

Latest article