ডায়মন্ড লিগে ফের সোনা নীরজের, অভিনন্দন মুখ্যমন্ত্রীর

Must read

নীরজ চোপড়ার সাফল্যের রথ আগের মতোই ছুটছে। শুক্রবার কাতার স্পোর্টস ক্লাবের মাঠে ডায়মন্ড লিগের জ্যাভলিন ইভেন্টে নেমে তিনি একনম্বরে শেষ করলেন প্রত্যাশিতভাবেই। ৯০ মিটারের লক্ষ্য সামনে ছিল। সেটা অধরাই থেকে গেল। তবে নীরজ ৮৮.৬৭ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে সবাইকে টপকে গেলেন। নীরজকে (Neeraj Chopra) অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আমাদের সোনার ছেলে নীরজ চোপড়ার কী দুর্দান্ত পারফরম্যান্স। দোহা ডায়মন্ড লিগে বিশ্বব্যাপী ৮৮.৬৭ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে নয়া রেকর্ড গড়ার জন্য আন্তরিক অভিনন্দন। দেশবাসী আপনাকে এবং আপনার দুর্দান্ত জয়কে উদযাপন করছে।”

নীরজ চোপড়া (Neeraj Chopra) ৮৮.৬৭ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে সবাইকে টপকে গেলেন। প্রথম থ্রোতেই নীরজ এই দূরত্ব পার করেছেন। টোকিও অলিম্পিকে সোনা জিতেছিলেন তিনি। এখানেও ছিলেন ফেবারিট। শেষপর্যন্ত সবাইকে পিছনে ফেলে দেন ভারতের সোনার ছেলে। এদিন অন্য এক ইভেন্টে ভারতের তরুণ অ্যাথলিট এলডোস পল দশমস্থানে শেষ করেছেন।

আরও পড়ুন: সন্ত্রাসবাদীদের বোমায় প্রাণ হারালেন বাংলার জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Latest article