প্রতিবেদন : লোকসভা ভোটের (Lok Sabha) আগে আর জওয়ানদের মৃতদেহ দেখতে চায় না দেশ। শনিবার কেন্দ্রের বিজেপি সরকারের কাছে আবেদন জানাল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শনিবার সাংবাদিক বৈঠকে দলের দুই মুখপাত্র ডাঃ শশী পাঁজা (Shashi Panja) ও কুণাল ঘোষ (Kunal Ghosh) এই নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। কুণাল বলেন, আমরা করজোড়ে কেন্দ্রীয় সরকারকে বলছি, চব্বিশের আগে জওয়ানদের মৃত্যুমিছিল আমরা দেখতে চাই না। গত চার বছরে মানুষের মৃত্যু, পরিযায়ী শ্রমিকের মৃত্যু, কৃষকের মৃত্যু, সাম্প্রদায়িক কারণে মৃত্যু, আর ভোটের বছর এলেই জওয়ানদের মৃত্যু। কৃত্রিম আবেগ তৈরি করার চেষ্টা। ভোট এলে কেন্দ্রের জনবিরোধী আর্থিক নীতি থেকে নজর ঘোরাতে কখনও ধর্ম, কখনও উগ্র জাতীয়তাবোধ জাগাতে সেনাদের মৃত্যু শুরু হয়। ফের যদি এই ছবি দেখা যায় তাহলে দেশ কিন্তু বিজেপিকে ক্ষমা করবে না।
আরও পড়ুন- মরছে মরুক! সাহায্য চাওয়ায় এমনই পরামর্শ বিজেপি রাজ্যের পুলিশের