বিলেতের রাজা-রানির পোশাক বানিয়ে স্বীকৃতি বাংলার মেয়ের

Must read

সুমন করাতি, হুগলি: লন্ডনের রাজা তৃতীয় চার্লস ও রানী ক্যামিলার পোশাকের ডিজাইন বানিয়ে হুগলির বাদিনান গ্রামের প্রিয়াঙ্কা মল্লিক (Priyanka Mallick) পেলেন রাজমহলের তারিফ। বাংলার মেয়ের তৈরি ডিজাইনের পোশাক পরবেন লন্ডনের রাজা-রানী। বাংলার প্রত্যন্ত গ্রামের মেয়ে হয়েও প্রিয়াঙ্কার স্বপ্ন প্রথম থেকেই ছিল আন্তর্জাতিক। বাবা সরকারি চাকরি থেকে অবসর নিয়েছেন। মা গৃহবধূ। এক ভাইকে নিয়ে চারজনের মধ্যবিত্ত সংসার। ছোট থেকে লেখাপড়ার পাশাপাশি মন দিয়ে আঁকা শিখতেন। বাবা-মা চেয়েছিলেন মেয়ে ডাক্তার হোক। কিন্তু ভাগ্যে ছিল আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া। পাড়া থেকে জেলা স্তরের প্রতিযোগিতায় আঁকায় বহু পুরস্কার পেয়েছেন আগে। একটু বড় হয়েই সিদ্ধান্ত নেন আন্তর্জাতিক মানের ডিজাইনার হবেন। বিদেশে গিয়ে পড়াশোনা করার মতো আর্থিক পরিস্থিতি ছিল না। তাই অনলাইনেই ইটালির মিলানের একটি সংস্থা থেকে ফ্যাশন ডিজাইনিংয়ের কোর্স করেন। ফ্যাশন-সংক্রান্ত ব্যবসা করবেন বলে ভর্তি হন আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে। প্যারিসের অ্যাবাইড বিশ্ববিদ্যালয় থেকেও পান ডিগ্রি। পাশাপাশি চলে ডিজাইনিংয়ের কাজ। প্রিয়াঙ্কা (Priyanka Mallick) বলেন, ‘মেয়েদের ক্ষমতায়ন এবং ই-লার্নিং পদ্ধতিকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য।’ শনিবার ইংল্যান্ডের রাজার অভিষেক অনুষ্ঠানের আমন্ত্রিতের তালিকায় নাম রয়েছে তাঁর। যেতে না পারলেও বাকিংহাম প্যালেসের অভিষেক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন তিনি।

আরও পড়ুন- ভোট এলেই কেন মৃত্যু জওয়ানদের

Latest article