প্রতিবেদন : গঙ্গারতি দর্শনের পরে এবারে মিলবে খিচুড়ি ভোগও। খিচুড়ি আর লাবড়া। বাজা কদমতলা ঘাটে করা হয়েছে এই ভোগের আয়োজন। গঙ্গামন্দির থেকে আনুষ্ঠানিকভাবে ভোগ বিতরণ শুরুও হয়েছে গত শনিবার। এবার থেকে সন্ধ্যারতির পরে প্রতি শনিবারই মিলবে এই প্রসাদ। উদ্যোক্তা গঙ্গারতির আয়োজক বিশেষ ট্রাস্ট।
আরও পড়ুন-ছানি অপারেশনে জোর দিতে নির্দেশ
ট্রাস্টের চেয়ারম্যান কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিং জানালেন, এই অভিনব উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে পুরসভা। জানা গিয়েছে, আপাতত ১০০ কেজি চাল, ৫০ কেজি ডাল, প্রায় ৫ কেজি ঘি, কাজু, কিশমিশ, সবজি এবং নানারকম মশলা দিয়ে তৈরি হচ্ছে গঙ্গাভোগ। শনিবার যেহেতু উইকএন্ড, তাই ভোগ বিতরণের জন্য বেছে নেওয়া হয়েছে ওই দিনটাকেই। ২ মার্চ থেকে আরতি শুরু হওয়ার পর থেকে দেখা যাচ্ছে দর্শনার্থীদের ভিড় ক্রমশই বাড়ছে। শনিবার তুলনামূলকভাবে ভিড় হচ্ছে আরও বেশি। ভিড় বাড়লে ভোগের পরিমাণও আরও বাড়াতে হবে ট্রাস্টকে। ভোগ বিতরণের দিনও বাড়ানোর পরিকল্পনা নেওয়া হচ্ছে। প্রস্তুতি নেওয়া হচ্ছে তার জন্যও।