বিচারপতির রায় নিয়ে সংশয় তৃণমূল কংগ্রেসের

তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ বুধবার রীতিমতো চাঁচাছোলা ভাষায় বিচারপতি মান্থার ভূমিকার সমালোচনা করেছেন

Must read

প্রতিবেদন : কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার নিরপেক্ষতা নিয়ে আবারও সংশয় প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। আদালত, বিচারপতি এবং বিচারব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধা জানিয়েই প্রশ্ন তোলা হয়েছে, যে বিচারপতি হরিশ মুখার্জি রোড দিয়ে মিছিলের অনুমতি দেন তাঁকে আর যাই হোক নিরপেক্ষ বলা যায় কি? তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ বুধবার রীতিমতো চাঁচাছোলা ভাষায় বিচারপতি মান্থার ভূমিকার সমালোচনা করেছেন।

আরও পড়ুন-গঙ্গা আরতি শেষে ভক্তদের জন্য ভোগ

তাঁর স্পষ্ট কথা, হরিশ মুখার্জি রোডের একপ্রান্তে ফায়ার ব্রিগেড স্টেশন, অন্যপ্রান্তে এসএসকেএম। আগুন লাগলে যে রাস্তা দিয়ে দমকল যাবে, দূরদূরান্ত থেকে অ্যাম্বুল্যান্সে রোগীরা যাবেন, সেই রাস্তা আটকে সরকার বিরোধী মিছিল করার অনুমতি দেন যে বিচারপতি এবং যাঁর রায় খারিজ হয়ে যায় ডিভিশন বেঞ্চে, তাঁকে আমরা নিরপেক্ষ বলতে পারি না। তৃণমূলের প্রশ্ন, বিরোধী দলনেতার মুখে কোন যুক্তিতে ব্যক্তি বিচারপতির নাম সামনে আসে। শুভেন্দুর কনভয় মামলা প্রসঙ্গেও বিচারপতি মান্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।

আরও পড়ুন-ছানি অপারেশনে জোর দিতে নির্দেশ

দলের বক্তব্য, কোন যুক্তিতে বিচারপতি বলেন তদন্তকারী সংস্থার নোটিশ গেলে মান্য করার দরকার নেই? যদি সেটাই হয় তাহলে আদালত পক্ষপাতদুষ্ট মনোভাব নিয়ে আইনকে ফাঁকি দিতে প্ররোচনা দেওয়া শেখাচ্ছেন। কড়া ব্যবস্থা নেওয়া যাবে না—একথা কি বলতে পারেন তিনি? তা হলে আদালত কি আইন মেনে চলার বদলে আইন অমান্য করতে শেখাচ্ছে? তৃণমূল প্রশ্ন তুলেছে, মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশংকর রায়ের বেলতলার বাড়ির সামনে দিয়ে কি সিপিএম কখনও মিছিল করেছে? জ্যোতি বসু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন হিন্দুস্থান পার্ক বা সল্টলেকে তাঁর বাসভবনের সামনে দিয়ে কখনও মিছিল গিয়েছে তৃণমূলের? মিছিল এগিয়েছে পাম অ্যাভিনিউতে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়ির সামনে দিয়ে? তা হলে মিছিলের ট্র্যাডিশনাল রুট আশুতোষ মুখার্জি রোড ছেড়ে হরিশ মুখার্জি রোডে অনুমতি দিলেন বিচারপন্থী মান্থা কোন যুক্তিতে?

Latest article