সংবাদদাতা, রায়গঞ্জ : সুফল বাংলার স্টল জেলার প্রতিটি এলাকায় পৌঁছনোর উদ্যোগ নিতে হবে। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর জেলার খেতমজুর সংগঠনের সম্মেলনে জেলা নেতৃত্বকে নির্দেশ দিলেন তৃণমূল কিসান খেতমজুরের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু। ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি পূর্ণেন্দু বসু ছাড়াও তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, বিধায়ক মিনহাজুল আরফিন আজাদ প্রমুখ। এদিনের সম্মেলনে কৃষকদের জন্যে চালু করা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা করেন তিনি।
আরও পড়ুন-শিলিগুড়ির সব ওয়ার্ডই স্বনির্ভর গোষ্ঠীর আওতায়
তিনি বলেন, যাতে কৃষকরা কত লাভে সবজি বিক্রি করতে পারবে তা নির্ধারণ সম্ভব হয়। এছাড়াও প্রতিদিন সুফল বাংলার চার্টরেট অনুযায়ী সবজি বিক্রি করলে চাষিরা ক্ষতির মুখে পড়বে না বলেও মন্তব্য করেন তিনি। ভুট্টার অধিক ফলন হলে পাশাপাশি মরসুমি যে কোনও সবজির ফলন করলে কৃষকরা লোকসানের মুখে পড়বে না বলেও দাবি করেন তিনি। এদিনের সভায় প্রকৃত কৃষকদের উপস্থিতিতে জেলা সংগঠনের নেতৃত্বকে অভিবাদন জানান তিনি। তিনি বলেন, করোনায় সব কাজ বন্ধ হলেও কৃষকদের ছুটি ছিল না। যে ফসল তাঁরা ফলিয়েছেন তার ফলে পশ্চিমবঙ্গের অর্থনীতি আগের থেকে ভাল হয়েছে। পশ্চিমবঙ্গের কৃষক লড়াকু। ব্রিটিশ থেকে তেভাগা আন্দোলনের মধ্যে দিয়ে কৃষরা বুঝিয়েছেন যখন লড়াই প্রয়োজন সেই সময় তারা লড়াই-এর সর্বাগ্রে থেকে শেষ পর্যন্ত লড়াই করে। এটা বাংলার ঐতিহ্য। কৃষকদের কাজে কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী নিজে পুরস্কার দেয়। রাজ্যে ২০১১-এর পর ৬ বার কৃষিকর্ম পুরস্কার পেয়েছে বাংলার কৃষকরা।