অভিষেকের উদ্যোগে হচ্ছে শ্মশানঘাট

তৃণমূলে নবজোয়ার কমর্সূচি-তে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তৃণমূল কংগগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

Must read

বিশ্বজিৎ চক্রবর্তী, আলিপুরদুয়ার: তৃণমূলে নবজোয়ার কমর্সূচি-তে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন তৃণমূল কংগগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমস্যা শুনে কথা দিয়েছেন সমাধানের। কথা রেখেছেন তিনি। তাঁর উদ্যোগেই ইতিমধ্যেই উত্তর থেকে দক্ষিণে একাধিক সমস্যার সমাধান হয়েছে। এবার কালচিনি ব্লকের মালঙ্গী ও সাঁতালি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে। পাড় মালঙ্গী এলাকায় তৈরি হতে চলেছে স্থায়ী শ্মশানঘাট।

আরও পড়ুন-প্রতি জেলায় সুফল বাংলা

হাসিমারা তোর্ষা সেতু সংলগ্ন এলাকায় এতদিন অস্থায়ী শ্মশানঘাট ছিল, কিন্তু কোনও শেড এবং চুল্লি বলে কিছু না থাকায়, মৃতদেহ সৎকার করতে আসা মানুষদের এতদিন খুবই সমস্যা হত। বিশেষত বর্ষাকালে দুর্ভোগের শেষ থাকত না। বিধানসভা ভোটের পূর্বে হাসিমারা তোর্ষা শ্মশানকালী মন্দিরে পুজো দিতে এসেছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সময় মন্দির কমিটির পক্ষ থেকে তাঁর কাছে আবেদন করা হয়, এলাকায় স্থায়ী শ্মশানঘাট নির্মাণের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টা দেখার আশ্বাস দেন।

আরও পড়ুন-শিলিগুড়ির সব ওয়ার্ডই স্বনির্ভর গোষ্ঠীর আওতায়

বৃহস্পতিবার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের ইঞ্জিনিয়ার ও ব্লক ভূমি দফতরের আধিকারিকেরা হাসিমারা তোর্ষা শ্মশানকালী মন্দিরের অদূরে পাড় মালঙ্গী এলাকায় প্রস্তাবিত শ্মশান ঘাটের জমি পরিদর্শন করতে আসে। ওই এলাকায় তৈরি হবে শ্মশান ঘাট। যা তৈরি করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। এই বিষয়ে মন্দির কমিটির সদস্যরা জানান, এলাকায় স্থায়ী শ্মশানঘাট তৈরি হলে এলাকার বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যা দূর হবে।

Latest article