মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

Must read

প্রকাশিত হল মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Result 2023) ফল। ৭৬ দিনের মাথায় প্রকাশিত হল এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফল। গত বছরের তুলনায় এবার পাশের হার সামান্য কমেছে। এ বছর পাশের হার ৮৬.১৫ শতাংশ। গত বারের চেয়ে এই হার কমেছে ০.৪৫ শতাংশ। প্রথম দশে ১৬টি জেলা থেকে রয়েছেন ১১৮ জন। তবে এর মধ্যে কলকাতার কোনও পরীক্ষার্থী নেই। শুক্রবার পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মেধাতালিকা ঘোষণা করেন। তার পরই ট্যুইট করে শুভেচ্ছাবার্তা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Madhyamik Result- Mamata Banerjee)। এদিন ট্যুইটে তিনি (Madhyamik Result- Mamata Banerjee) বলেন, “মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সাফল্যের সঙ্গে পূর্ণ হোক তোমাদের আগামীর প্রত্যেকটি দিন।”

আরও পড়ুন- মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫ শতাংশ, প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর

Latest article