মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫ শতাংশ, প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর

Must read

মাধ্যমিক পরীক্ষার ৭৬ দিনের মাথায় মাধ্যমিকের ফলপ্রকাশ (Madhyamik Result) হল। এবার পরীক্ষা দিয়েছে ৬,৮২,৩২১জন ছাত্র। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ২২ শতাংশ বেশি। ৪৪ হাজার শিক্ষক খাতা দেখেছেন। দুপুর ১২ টায় থেকে মধ্যশিক্ষা পর্ষদের ওয়েবসাইটে মিলবে মাধ্যমিকের ফল। ১৬ টি জেলার বিচারে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর , দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা। পূর্ব মেদিনীপুরে এ বছর পাশের হার ৯৬.৮১ শতাংশ। সার্বিক পাশের হার ৮৬.১৫ শতাংশ।

প্রতিটি মার্কশিটে (Madhyamik Result) কিউআর কোড দেওয়া থাকছে। মহিলা পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বেড়েছে।পাশের হারে প্রথম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে রয়েছে কালিম্পং, তৃতীয় স্থানে কলকাতা। পাশের হারে চতুর্থ স্থানে পশ্চিম মেদিনীপুর। পাশের হার এবছর ৮৬.১৫ শতাংশ।
১৬ টি জেলা থেকে প্রথম দশজনের মধ্যে রয়েছে ১১৮ জন ছাত্র। প্রথম বিভাগে পাশ করেছেন ১৩.৬৭ শতাংশ ছাত্র-ছাত্রী। মালদা থেকে সব থেকে বেশি সংখ্যক পড়ুয়া মেধাতালিকায় আছেন।

প্রথম হয়েছে দেবদত্তা মাজি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল। ৬৯৭ পেয়েছে, ৯৯.৫৭ শতাংশ নম্বর পেয়েছে। দ্বিতীয় হয়েছেন শুভম পাল ও রিফত হাসান সরকার, দুজনেরই প্রাপ্ত নম্বর ৬৯১ তৃতীয় অর্ক মন্ডল, সৌমজিৎ মল্লিক, সারভার ইমতিয়াজ, তিনজনেরই প্রাপ্ত নম্বর ৬৯০।
জেলাভিত্তিক পাশের হারের নিরিখে শীর্ষে রয়েছে পূর্ব মেদিনীপুর। দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা। পশ্চিম মেদিনীপুর রয়েছে চতুর্থ স্থানে।
তফসিলি উপজাতি পরীক্ষার্থীদের পাশের হার ৭৬ শতাংশ।এ বছরের মাধ্যমিকে ফেল করেছেন ১ লক্ষের বেশি পরীক্ষার্থী।

আরও পড়ুন- ওড়িশার হাসপাতালে মৃত্যু এগরা বিস্ফোরণকাণ্ডের পাণ্ডা ভানু বাগের

Latest article