ওড়িশার হাসপাতালে মৃত্যু এগরা বিস্ফোরণকাণ্ডের পাণ্ডা ভানু বাগের

Must read

ওড়িশার (Odisha) হাসপাতালে মৃত্যু হল এগরা (Egra Blast) বিস্ফোরণকাণ্ডের মূল অভিযুক্ত ভানু বাগের। মঙ্গলবার এগরার বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় আহত হন ভানুও। অগ্নিদগ্ধ অবস্থাতেই তিনি ওড়িশা পালিয়ে গিয়েছিলেন। সেখানে তাঁকে একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। অবশেষে শুক্রবার ভোরে তাঁর মৃত্যু হয়।

খাদিকুল গ্রামে বেআইনি বাজি কারখানার মালিক ভানু বাগ ওরফে কৃষ্ণপদ বাগকে বৃহস্পতিবার ওড়িশার হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়। বিস্ফোরণের (Egra Blast) জেরে তার শরীরের ৭০ শতাংশ অংশই পুড়ে গিয়েছিল। কলাপাতা চাপা দিয়ে শুয়ে থাকা অবস্থায় তাকে ধরা হয়। ঘটনার পরেই দগ্ধ ভানু এগরা থেকে বাইক চালিয়ে প্রায় ২৫০ কিমি পেরিয়ে ওড়িশা যায়। কটকে পৌঁছে ভুয়ো নামে কটকের রুদ্র হাসপাতালে ভর্তি হয়। চিকিত্‍সা চলাকালীন শুক্রবার ভোর রাতে ভানু মারা যায়। এর আগেও ভানু বেশ কয়েকবার গ্রেফতার হয়েছিল। এবার বিস্ফোরণে নিজেই মারা গেল।

আরও পড়ুন- বেনিয়ম, নোটিশ ফেরাতে বাধ্য হলেন রাজ্যপাল

Latest article