চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল গত ২৩ ফেব্রুয়ারি। আগামী বছরের পরীক্ষা (Madhyamik Exam) শুরুর দিন ঘোষণা করলেন পর্ষদ সভাপতি। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে।
চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) দিয়েছিল ৬ লক্ষ ৩৭ হাজার ১০৫ জন। এদের মধ্যে পাশ করেছে ৫ লক্ষ ৪৮ হাজার ৯০৯ জন। প্রসঙ্গত, পুরুষ পরীক্ষার্থীর মধ্যে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২২ শতাংশ বেশি।, এই বছরে ফেল করেছে ১ লক্ষেরও বেশি পড়ুয়া।
এ বছরে পাশের হার ৮৬.১৫ শতাংশ। আগের বারের থেকে পাশের হার কমেছে ০.৪৫ শতাংশ। তফশিলি উপজাতির পরীক্ষার্থীর পাশের হার ৭৬ শতাংশ। রাজ্যে পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা- ৯৬.৮১ শতাংশ। আর সবচেয়ে বেশি র্যাঙ্ক হয়েছে মালদা জেলা থেকে। মেধা তালিকায় কলকাতা না থাকলেও পাশের হারে কলকাতা অর্জন করেছে তৃতীয় স্থান। পাশের হারে দ্বিতীয় কালিম্পং এবং চতুর্থ পশ্চিম মেদিনীপুর।
আরও পড়ুন- মাধ্যমিকে পাশের হার ৮৬.১৫ শতাংশ, প্রথম স্থানে পূর্ব মেদিনীপুর