নয়াদিল্লি : লোকসভার সচিবালয়ের পক্ষ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে, ২৮ মে নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ঘটনা হল, ওই দিন দামোদর সাভারকরের জন্মদিন। যে সাভারকরকে ‘গুরু’ মানে ভারতীয় জনতা পার্টি। নয়া সংসদ ভবনের দিন বাছাই নিয়ে এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলের প্রশ্ন, সাভারকর নাকি দেশবাসী, কাকে নতুন সংসদ ভবন উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী?
আরও পড়ুন-শপথ নিলেন দুই বিচারপতি
সাভারকরের জন্মদিনে নতুন সংসদ ভবনের উদ্বোধন নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। তিনি ট্যুইট করে বলেছেন, ২০২৩ সালের ২৬ নভেম্বর এই দেশকে সংসদীয় রাজনীতি উপহার দেওয়া ভারতীয় সংবিধান ৭৫ বছরে পা দেবে। ফলে ওই দিনটিই ছিল দেশের নয়া সংসদ ভবন উদ্বোধনের আদর্শ দিন। অথচ উদ্বোধন হচ্ছে সাভারকরের জন্মবার্ষিকী ২৮ মে। এটা কি আদৌ প্রাসঙ্গিক? তৃণমূলের বক্তব্যকে সমর্থন করে কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, ভারতের প্রকৃত স্থপতিদের অপমান করা হয়েছে। গান্ধী-নেহরু-প্যাটেল-বসু সবাইকে বাদ দেওয়া হয়েছে। এই সরকার প্রত্যাখ্যান করেছে সংবিধানের পুরোধা ড. আম্বেদকরকেও।