আইএমডি (IMD) তরফে জানা গিয়েছিল ২০২৩ সালে ২২ মে নাগাদ আন্দামান (Andaman) অঞ্চলে মৌসুমী বায়ু প্রবেশে করবে। সময়ের আগেই এই অঞ্চলে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু পূর্বাভাবাসের তিনদিন আগে ১৯ মে আন্দামানে প্রবেশ করেছে । দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে গত ২৪ ঘণ্টা ধরেই বৃষ্টি শুরু হয়েছে আন্দামানে।
আরও পড়ুন-২০শে মে, ঐতিহাসিক পরিবর্তনের দিনটি স্মরণ করে টুইট মুখ্যমন্ত্রীর
আন্দামানে সাধারণত ১৮ মে নাগাদ মৌসুমী বায়ু প্রবেশে করে। আইএমডি জানিয়েছে প্রায় স্বাভাবিক সময়েই প্রবেশ করেছে বর্ষা। এবছর কেরলে বর্ষা ৩-৪ দিন দেরিতে ঢুকবে। মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরপশ্চিম ভারতে বৃষ্টি হতে পারে আগামী কয়েকদিন। উত্তরপ্রদেশের ওপরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।এবার কেরলেও দেরিতে বর্ষা ঢুকছে। তাই পশ্চিমবঙ্গে আরও দেরিতে বর্ষা প্রবেশ করবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন-আছে কথার দাম, ঠিক ১১ টায় নিজাম প্যালেসে উপস্থিত অভিষেক বন্দ্যোপাধ্যায়, আাসার আগে চিঠি সিবিআইকে
আলিপুর হাওয়া অফিস এই মর্মে জানিয়েছে, দক্ষিণ বঙ্গের বেশ কয়েকটা জায়গায় আজ ঝড়বৃষ্টি হবে। সঙ্গে এই জেলাগুলিতে দমকা হাওয়া বইবে । ওড়িশা লাগোয়া জেলাগুলিতে ঝড় হতে পারে। সন্ধ্যার দিকে কলকাতাতেও বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন-সাভারকরের জন্মদিনে নতুন সংসদ ভবন উদ্বোধনে প্রধানমন্ত্রী! প্রশ্ন তুলল তৃণমূল
আগামিকালের পর অর্থাৎ ২১শে মের পর থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপমাত্রা বাড়তে পারে। মঙ্গলবার, ২৩ মে থেকে গাঙ্গেও পশ্চিমবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। সবমিলিয়ে বর্ষার জন্য আরও কয়েক সপ্তাহ অপেক্ষা করতে হবে বাংলাকে। আপাতত চলবে অস্বস্তিকর গরম।